বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

আফগান সেনার গুলিতে মার্কিন সেনা নিহত

4-afghanistan (2)

ডেক্স নিউজ: ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

আফগানিসত্মানের পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশে  আফগান সেনার গুলিতে এক মার্কিন সেনা নিহত হয়েছে। স্থানীয় এবং মার্কিন নেতৃত্বাধীন দখলদার বাহিনীর কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

প্রদেশটির শাহারানা শহরের গভর্নরের দফতরের কাছে এ হামলার ঘটনা ঘটে। এ ধরনের হামলাকে কথিত ‘গ্রিন অন ব্লু’ বা ‘অভ্যমত্মরীণ হামলা’ বলে অভিহিত করা হয়। গত এক মাসের কম সময়ের মধ্যে এ নিয়ে চতুর্থবার এ জাতীয় হামলার ঘটনা ঘটল।  রয়টার্সের হিসাব মোতাবেক- চলতি বছরে দশ বার এ ধরনের হামলা হয়েছে এবং এতে নিহত হয়েছে অমত্মত ১৬ জন বিদেশি সেনা। গত বছর এ জাতীয় হামলার ঘটনা এতটাই বেড়ে গিয়েছিল যে, এক পর্যায়ে যৌথ বাহিনীর সব তৎপরতা সাময়িকভাবে বন্ধ করে দিতে বাঁধ্য হয়েছিল ন্যাটো বাহিনী।