শনিবার ৩ জুন ২০২৩ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

আফসানা হত্যাকান্ডের বিচারের দাবিতে উত্তাল ঠাকুরগাঁও

মো: রবিউল এহসান রিপন,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঢাকা মিরপুরের সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজির স্থাপত্যবিদ্যার শেষ বর্ষের ছাত্রী ঠাকুরগাঁওয়ের মেয়ে আফসানা ফেরদৌস হত্যার বিচারের দাবিতে উত্তাল এলাকাবাসী।

 

বুধবার দুপুরে ঠাকুরগাঁও রুহিয়া এলাকাবাসীর আয়োজনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

 

এ সময় রুহিয়া এলাকার স্কুল, কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও সর্ব সাধারণ মানুষ মানববন্ধনে অংশ গ্রহন করেন।

 

উল্লেখ্য, গত শনিবার ১৩ আগষ্ট খুন হয় আফসানা ফেরদৌস। রাতে অপরিচিত মোবাইল ফোন থেকে কল দিয়ে আফসানার মাকে জানানো হয়, আফসানার লাশ বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। এরপর আফসানার মা ঠাকুরগাঁও থেকে আত্মীয়স্বজনদের বিষয়টি জানায়। খবর পেয়ে আফসানার মামা ও অন্যান্য স্বজনেরা দ্রুত ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান। কিন্তু সেখানে লাশ নেই।

 

Thakurgaon Ruhiraপরে অপর একটি অপরিচিত নাম্বার থেকে ফোন করে থেকে এবার জানানো হয়, আফসানার লাশ মিরপুরের আল-হেলাল হাসপাতালে। সবাই ছুটে যায় আল-হেলাল হাসপাতালে।

 

হাসপাতাল কর্তৃপক্ষ জানয়, এ নামে একটি লাশ কাফরুল থানায় রয়েছে। এরপর কাফরুল থানায় পৌঁছানোর পর আফসানার ছবি দেখালে থানায় ডিউটিরত পুলিশ জানায়, এমন চেহারার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। রাত তিনটায় ঢাকা মেডিকেল মর্গে আফসানার লাশ শনাক্ত করে ওর মামা এবং কাজিনরা।

 

রবিবার ময়নাতদন্ত শেষে আফসানার মরদেহ গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় নিয়ে আসা হয়।Thakurgaon Ruhira 2

 

 

 

 

 

 

যারা লাশ দেখেছে, প্রাথমিকভাবে তাদের ধারণা মেয়েটিকে ধর্ষণের পর রশির মতো কোন কিছু গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ধর্ষণে একাধিক ব্যক্তি জড়িতও থাকতে পারে বলে কেউ কেউ ধারণা করছেন।

আগামী দু-তিন দিনের মধ্যে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া যাবে পুলিশ জানিয়েছে। এরপর হত্যা মামলা দায়ের করবে পুলিশ।