রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

পারলো না বাংলাদেশ।আফ্রিদির ঝড়ে লন্ড ভন্ড হয়ে গেছে সব স্বপ্ন

BC১৬ কোটি বাঙ্গালী আবারো বিজয়ের উৎসবে মেতেছিল। কিন্তু  পারলো না বাংলাদেশ। মাঠে বাংলাদেশের জন্য লড়েছে ১১ জন। গ্যালারি আর গ্যালারির বাইরের ১৬ কোটি মানুষ ছিল এই ১১ জনের সাথে। উল্লাসে, চিৎকারে, কান্নায়, বেদনায়, প্রার্থনায় ১৬ কোটি মানুষকে এক সূতোয় বেঁধে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু আফ্রিদির ঝড়ে লন্ড ভন্ড হয়ে গেছে সব স্বপ্ন। বাংলাদেশের ৩২৬ রানের বিপরীতে পাকিস্তান জিতে গেছে ৩ উইকেটে। পাকিস্তান তিন উইকেটে জিতে যাওয়ায় দেশবাসী ভীষণ কষ্ট এবং লজ্জা পেয়েছে।

জয়ের জন্য যখন দরকার ১০২ রান, তখন নামেন আফ্রিদি। নেমেই শুরু করেন ছয় মেরে। তারপর চলতেই থাকে একের পর এক ছয়-চার। ১৮ বলে করে ফেলেন হাফ সেঞ্চুরি। একই সাথে ছিনিয়ে নিতে থাকেন বাংলাদেশের জয়। শেষ পর্যন্ত তার চওড়া ব্যাটের আঘাতেই লন্ড ভন্ড হয়ে যায় বাংলাদেশের জয়ের উৎসব ।

তারপরও শেষ করে যেতে পারেননি আফ্রিদি। তার রেখে যাওয়া জয়ের পথের বাকিটুকু সহজেই পাড়ি দিয়েছেন ফাওয়াদ ও উমর আকমল

বাংলাদেশের করা ৩২৬ রান টপকানোর জন্য শুরুটাই ভালো ছিলো পাকিস্তানের। ৯৭ রানের ওপেনিং জুটি গড়েছিলো পাকিস্তান। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের চূড়ান্ত সর্বনাশটা করেছেন শহিদ আফ্রিদি। পাকিস্তান জিতে গেছে ৩ উইকেটে।

Spread the love