
জামায়াতে ইসলামীর ডাকা উপর্যুপরি হরতালের কারণে আবারও পিছিয়েছে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা।
নতুন তারিখ অনুযায়ী আগামী ৫ নভেম্বর বুধবারের পরীক্ষা ১৯ নভেম্বর বুধবার আর আগামী ৬ নভেম্বর বৃহস্পতিবারের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০ নভেম্বর বৃহস্পতিবার। ফলে পরিবর্তীত তারিখ অনুযায়ী আগামী ৬ নভেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে জেএসসির ২ নভেম্বর তারিখের বাংলা প্রথমপত্র এবং জেডিসিতে কুরআন মজিদ ও তাজবিদ পরীক্ষা। এর আগে একই কারণে ২ ও ৩ নভেম্বর রবি ও সোমবারের পরীক্ষা পেছানো হয়েছিল। তাই ২ নভেম্বর থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও হরতালের কারণে এ পরীক্ষা এখনও শুরুই করা যায়নি। আজ সোমবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
এদিকে জেএসসি ও জেডিসি পরীক্ষাকালীন শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বোর্ডসমূহে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর- ৯৫৫০৩৪১ ফ্যাক্স নম্বর- ৯৫১৪১১৪।