শুক্রবার ১ ডিসেম্বর ২০২৩ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

আবারও বাংলাদেশের জয়

জিম্বাবুয়ের বিরুদ্ধে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ৩১ বল বাকী থাকতেই ১৮৩ রানে সফরকারিরা অল আউট হয়ে গেলে ৬৮ রানের জয় পায় টাইগাররা।

ফলে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-০ তে এগিয়ে গেলো মাশরাফি বাহিনী। এর আগে টস জিতে ব্যাটিং নিয়ে লোকাল বয় তামিম ইকবাল ও এনামুল হকের জোড়া হাফ সেঞ্চুরির সাথে দেশের পক্ষে ২য় সর্বোচ্চ উদ্বোধনী জুটি গড়ে ১৫৮ রান জোগার করার সুবাদে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ২৫১ রান।

অতপর জয়ের জন্য ২৫২ রানের টার্গেটে ব্যাট করতে মাঠে নেমেই ধাক্কা খায় সফরকারীরা। শুরুতেই ০ রানে মাসাকাদজাকে ফিরিয়ে দেন বাংলাদেশ ক্যাপ্টেন মাশরাফি। এর পর ২২ রানে সিবান্দাকে এবং ১৬ রানে সিকান্দার রাজাকেও সাজঘরে ফেরত পাঠান তিনি। ফলে প্রথম স্পেলে ৬ ওভর বল করে মাত্র ১৯ রানের বিনিময়ে তিনি নিয়েছেন ৩ উইকেট। প্রসঙ্গত ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ১ম ম্যাচে ৮৭ রানে জয় পায় বাংলাদেশ। সিরিজের ৩য় ম্যাচটি আগামী ২৬ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের ছুড়ে দেয়া ২৫২ রানের জয়ের টার্গেটে ব্যাটিংয়ে নামেন জিম্বাবুয়ের ২ ওপেনার মাসাকাদজা এবং সিকান্দার রাজা। ১ম ওভারেই মাশরাফি তুলে নেন মাসাকাদজার উইকেটটি। সফরকারী ওপেনার শুন্য হাতেই মাশরাফির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। এর পর একে একে ফেরান সিবান্দা ও সিকান্দার রাজাকে। তার পর দলের হাল ধরেন মিরে ও চিকাভা। ৭৯ বল খেলে ৫০ রানে থাকা মিরে সাকিবের বলে আরাফাত সানির হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন। তখন দলীয় সংগ্রহ ছিল ৬ উইকেটে ১৪০ রান। তার আগে দলীয় ১১৫ রানে আল আমিন হোসেনের বলে মাশরাফির হাতে ক্যাচ দিয়ে ৩২ রানে ফেরেন চিকাভা।
তার পর প্রতিরোধের চেষ্টা করেন চিগাম্বুরা। ব্যক্তিগত ৩৮ রানে ক্রিজে থাকা অবস্থায় সাব্বির রহমানের হাতে রানআউট হওয়ার সময় দলীয় রান ছিল ৭ উইকেটে ১৭৭ রান। এর আগে টেইলর আউট হয়েছেন ব্যক্তিগত ৮ রানে। তার পর শুধু আসা যাওয়ার পালা। পক্ষান্তরে বাংলাদেশের পক্ষে ২৯ রান দিয়ে আরাফাত সানি ৪টি ও ৩৪ রান দিয়ে অধিনায়ক মাশরাফি ৩ উইকেট। তাছাড়া ১টি করে উইকেট পেয়েছেন সাকিব, আল আমিন।
তারও আগে নিজের ইনিংসে ব্যাট করতে নেমে তামিম ও এনামুলের জোড়া হাফ সেঞ্চুরির সুবাদে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করেছে ২৫১ রান। এটি ছিল বাংলাদেশের পক্ষে ২য় সর্বোচ্চ উদ্বোধনী জুটি। এর আগে ১৯৯৯ সালের ২৫ মার্চ মেহরাব হোসেন অপি এবং শাহরিয়ার হোসেন ওপেনিংয়ে করেছিলেন সর্বোচ্চ ১৭০ রানের জুটি। পক্ষান্তরে সফকারিদের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন পানিয়াঙ্গারা ও কামুঞ্জোজি। এছাড়া ১টি করে উইকেট পেয়েছেন চাতারা ও সিবান্দা।
জিম্বাবুয়ের বিপক্ষে ২য় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

এ সিরিজের ১ম ম্যাচে টপ অর্ডারে বিপর্যয়ের পর বাংলাদেশ ২৮১ রানের বড় সংগ্রহ পেয়েছিল। কিন্তু আজ টপ অর্ডার ভাল করলেও মিডেল ও লোয়ার অর্ডারে বিপর্যয় নামার কারণে জিম্বাবুয়েকে বড় টার্গেট দিতে টাইগাররা ব্যর্থ হয়েছে বলে মনে করছেন ক্রিকেট বোদ্ধারা। তার পরও বোলারদের দৃঢ়তায় জয় নিয়ে মাঠ ছাড়াতে সক্ষম হয় টাইগাররা। ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন মাশরাফি বিন মর্তুজা।

Spread the love