
আবারো স্বপ্ন ভঙ্গ হলো বাংলাদেশকে । পরাজয়ের স্বাদ গ্রহণ করতে হলো টাইগারদের। সোমবার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার কাছে ১৩ রানের পরাজয় করে।
টস জিতে বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠান। বোলারদের নৈপুণ্যে লঙ্কানদের ১৮০ রানে অলআউট করে দেয় টাইগাররা। বৃষ্টির কারণে সাত ওভার কমিয়ে ৪৩ ওভারে খেলানোর সিদ্ধান্ত নেন আম্পায়াররা।
কিন্তু বিজয় হাতছানি দেওয়া ম্যাচটিতে ১৮১ রানের টার্গেট কঠিন করে ফেললো স্বাগতিকরা। শেষ পর্যন্ত ৩৯.২ ওভারে ১৬৭ রানেই গুটিয়ে গেলো স্বাগতিকরা। ১৩ রানে জিতে গেলো সফরকারি শ্রীলঙ্কা। সেই সাথে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো তারা। লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ ১-০তে এবং দুই ম্যাচ টি-২০ সিরিজ ২-০তে হেরেছে বাংলাদেশ।