শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

আমন ধান বীজ উৎপাদন বিষয়ক চুক্তিবদ্ধ চাষীদের প্রশিক্ষন অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি : দেশে অধিক খাদ্য উৎপাদনের লক্ষ্যে আমন ধান বীজ উৎপাদন বিষয়ক চুক্তিবদ্ধ চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দিনাজপুর কন্ট্রাক্ট গ্রোয়ার্স দপ্তরে আয়োজিত ইসলামিক উন্নয়ন ব্যাংক এর অর্থায়নে বিএডিসি কম্পেনেন্ট এর অংশ হিসেবে ও বগুড়া সার্কেল (কন্ট্রাক্ট গ্রোয়ার্স) এর যুগ্ম পরিচালক এর সহযোগীতায় মান সম্পন্ন বীজ সরবরাহ বৃদ্ধি করন প্রকল্পের আওতায় আমন ধান বীজ উৎপাদন বিষয়ক চুক্তিবদ্ধ চাষীদের প্রশিক্ষন চলে সকাল ১০ থেকে বিকাল ৫ টা পর্যন্ত। প্রশিক্ষণার্থী হিসেবে অংশ গ্রহন করেন দিনাজপুর জোনের ৫০ জন চুক্তিবদ্ধ চাষী।

চাষী প্রশিক্ষণ অনুষ্ঠানে বগুড়া সার্কেল (কন্ট্রাক্ট গ্রোয়ার্স) এর যুগ্ম পরিচালক মোঃ নূরন নবী সরকার এর সভাপতিত্বে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর বিএডিসির বীজ প্রত্যয়ন এজেন্সীর কৃষিবীদ এস এম আফতাফ হোসেন, কৃষিবীদ মোঃ আক্তারুজ্জামান তালুকদার, কৃষিবীদ প্রদীপ কুমার, কৃষিবীদ আওলাদ হাসান সিদ্দিকী, কৃষিবীদ মোঃ মোফাজ্জল হোসেন প্রমুখ।

Spread the love