দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী বলেছেন, আমাদের সন্তানদের আমরা যে অবস্থায় আছি তার চেয়ে ভাল অবস্থান করে দিতে হবে। আমাদের ছেলেমেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে মুল্যবোধ সম্পন্ন মানুষের মত মানুষ হতে হবে। সমাজের সকল স্তরের শিশুদের সমান শিক্ষায় শিক্ষিত করতে হবে। সমাজের একটি অংশ ভাল করলেও আর প্রত্যান্তঞ্চলের ছেলে মেয়েরা পিছে পড়ে রইল এখানে আমাদের কোন স্বার্থকতা নেই। যদি আমরা সমাজের সকল স্তরের মানুষ সমানভাবে এগিয়ে যাই তাহলেই আমাদের স্বার্থকতা।
গতকাল রোববার দিনাজপুর শিশু একাডেমী মিলনায়তনে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৪ উদযাপন উপলক্ষ্যে শিক্ষা সপ্তাহের উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী একথা বলেন। তিনি আরোও বলেন যে কোন শিক্ষার সঙ্গে শিক্ষকের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা ক্ষেত্রে শিক্ষকের কোন বিকল্প নাই। যোগ্য শিক্ষক মান সম্মত শিক্ষা অর্জনে প্রথম ও প্রধান নিয়ামক। মূল্যবোধ সম্পন্ন শিক্ষক সামাজিক মূল্যবোধ সৃষ্টিতে অনন্য ভূমিকা পালন করতে পারে। মূল্যবোধ হলো কতগুলো গুণের সমাহার। জ্ঞানী, সুশিক্ষিত, সত্যবাদী, দেশপ্রেমিক, দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠা সংবেদনশীল মূল্যবোধ সম্পন্ন মানুষ যদি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তাহলে তিনি সামাজিক মূল্যবোধ সৃষ্টিতে ভূমিকা রাখতে পারবেন। শিক্ষকতা শুধু একটি চাকুরী বা পেশা নয়, এটি মানুষ তৈরীর কারিগর হিসেবে নিজেকে উৎসর্গ করার একটি প্রত্যয়। দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হামিদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য যোগাযোগ প্রযুক্তি) মোঃ তৌফিক ইমাম, দিনাজপুর পিটিআই সুপারিনটেন্ডেন্ট মোছাঃ দিলরুবা চৌধুরী, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সমেশ চন্দ্র মজুমদার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাইফুল আলম ও সহকারী জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিক। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ আশরাফুল করিম। আলোচনা সভার পুর্বে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৪ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী দিনাজপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।