বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

আমাদের সন্দেহ প্রমাণিত হয়েছে : ইমরান

H Imranআজ মঙ্গলবার একাত্তরের মানবতাবিরোধী অপরাধী জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর রায় অপেক্ষমান রাখার ঘোষণার পরই গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সাংবাদিকদের বলেন, এটা ষড়যন্ত্র ও অপকৌশল। আমাদের এ অপকৌশলকে নস্যাৎ করতে হবে। দীর্ঘ ৬ মাসে আমরা কোন রায় পাচ্ছিলাম না। বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রতা ও অনিশ্চয়তার মধ্যে পড়েছিলো। তিনি বলেন, গতকাল যখন রায়ের তারিখ ঘোষণা হলো আমাদের মধ্যে পুনরায় আশার সঞ্চার হয়েছিল। শাহবাগ আবার মিলন মেলায় পরিণত হয়েছে।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধী জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর রায় না হওয়া একটি ষড়যন্ত্র ও অপকৌশল মাত্র। তিনি বলেন, আমরা দেখে এসেছি যে, রায়ের আগে জামায়াত প্রতিক্রিয়া দেখায় কিন্তু নিজামী আমির হওয়া সত্ত্বেও কোন প্রতিক্রিয়া না দেখিয়ে নীরব থেকেছে। এজন্য তখনই আমাদের মধ্যে সন্দেহ জন্ম নিয়েছিল, এখন তা প্রমাণিত হয়েছে।
প্রসঙ্গত জামায়াতের এ নেতার বিচারের রায় মঙ্গলবার ঘোষণার জন্য রেখেছিলেন বিচারপতি এম ইনায়েতুর রহিম নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তবে সকালে কারা কর্তৃপক্ষ নিজামীর অসুস্থতার কারণ জানিয়ে চিঠি দেয়ার পর শুনানি শেষে রায় ঘোষণা অপেক্ষমান রাখে ট্রাইব্যুনাল।