
দিনাজপুর প্রতিনিধি : বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জের ডিআইজি মোঃ হুমায়ুন কবির বলেছেন, আমাদের স্বপ্ন আমাদের প্রজন্মের জন্য মাদকমুক্ত অপরাধ মুক্ত সোনার বাংলাদেশ উপহার দেয়। স্বাধীনতার ৪৩ বছর পার হলেও আমরা এই টুর্নামেন্টের মধ্য দিয়ে শহীদ পুলিশদের স্মরণ করছি।
গত ২৮ মার্চ রাতে দিনাজপুর জিমন্যাশিয়ামে দিনাজপুর জেলা পুলিশ আয়োজিত দিনাজপুর ব্যাডমিন্টন ফাউন্ডেশনের সহযোগিতায় শহীদ পুলিশ স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। দিনাজপুরের পুলিশ সুপার মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্যেন্দ্র কুমার সরকার ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার। ৩টি গ্রুপের ফাইনাল খেলায় খ গ্রুপে চ্যাম্পিয়ন হন জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী ও আজাহার আলী। রানার্স আপ হন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্যেন্দ্র কুমার সরকার ও পুলিশ সুপার মোঃ রুহুল আমিন। গ গ্রুপে অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার ও কনষ্টেবল নুরুন্নবী চ্যাম্পিয়ন হন এবং কনষ্টেবল আব্দুল আউয়াল ও কনষ্টেবল মোঃ মোস্তফা কামাল রানার্স আপ হন। ক গ্রুপে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হামিদুল হক ও মোঃ আরফিন আহমেদ অভি চ্যাম্পিয়ন হন এবং মোঃ শহীদ জামিল (বোম্বাই) ও মোঃ রেজাউল ইসলাম রেজা রানার্স আপ হন। প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন রোটাঃ মোঃ শামীম কবির। খেলা পরিচালনা করেন জাহিদুর রহমান ও সাজেদুর রহমান শিলু। উলেখ্য, গত ১১ মার্চ এই টুর্নামেন্ট শুরু হয় এবং এতে ১টি মহিলাদলসহ ২৯টি টিমে ৭৮জন খেলোয়াড় অংশ গ্রহণ করে।