
আগামী কয়েক দিনের মধ্যেই আমেরিকার আয়োজিত ‘রিমপেক’ নামের নৌ মহড়া শুরু হবে। এতে প্রতিদ্বন্দ্বী দেশ চীনও অংশ নেবে। আমেরিকার গুয়াম দ্বীপের কাছে এ মহড়া অনুষ্ঠিত হবে জানা যায়। চীন এ মহড়ায় অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত করে বলেছে, এ মহড়ায় একটি ডেস্ট্রয়ারসহ চারটি যুদ্ধ জাহাজ পাঠানো হবে। চীন ও আমেরিকার মধ্যে সামরিক ক্ষেত্রে ব্যাপক অনাস্থার মধ্যেই মার্কিন মহড়ায় বেইজিংয়ের অংশগ্রহণের খবর নিশ্চিত করা হলো। বহুজাতিক এ মহড়ায় এই প্রথমবারের মতো চীন অংশ নিচ্ছে। গত ২০১২ সালে গুয়াম দ্বীপের কাছে অনুষ্ঠিত ‘রিমপেক’ মহড়ায় বিশ্বের ২২টি দেশের ৪০টি যুদ্ধ জাহাজ ও সাবমেরিন অংশ নেয়। এবারের মহড়ায় চীন যুদ্ধ জাহাজ ছাড়াও একটি চিকিৎসা জাহাজ (হসপিটাল শিপ) এবং দু’টি হেলিকপ্টার পাঠাতে রাজি হয়েছে। সম্প্রতি চীনের সমর শক্তি ও সাইবার সক্ষমতা বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন। মার্কিন প্রতিবেদনে চীনের সামরিক ব্যয়কে বেশি করে দেখানো হয়েছে বলে বেইজিং দাবি করেছে।