রবিবার ২৬ মার্চ ২০২৩ ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

আমেরিকার আয়োজনে নৌ মহড়ায় অংশ নেবে চীন

06. Naval exercisesআগামী কয়েক দিনের মধ্যেই আমেরিকার আয়োজিত ‘রিমপেক’ নামের নৌ মহড়া শুরু হবে। এতে প্রতিদ্বন্দ্বী দেশ চীনও অংশ নেবে। আমেরিকার গুয়াম দ্বীপের কাছে এ মহড়া অনুষ্ঠিত হবে জানা যায়। চীন এ মহড়ায় অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত করে বলেছে, এ মহড়ায় একটি ডেস্ট্রয়ারসহ চারটি যুদ্ধ জাহাজ পাঠানো হবে। চীন ও আমেরিকার মধ্যে সামরিক ক্ষেত্রে ব্যাপক অনাস্থার মধ্যেই মার্কিন মহড়ায় বেইজিংয়ের অংশগ্রহণের খবর নিশ্চিত করা হলো। বহুজাতিক এ মহড়ায় এই প্রথমবারের মতো চীন অংশ নিচ্ছে। গত ২০১২ সালে গুয়াম দ্বীপের কাছে অনুষ্ঠিত ‘রিমপেক’ মহড়ায় বিশ্বের ২২টি দেশের ৪০টি যুদ্ধ জাহাজ ও সাবমেরিন অংশ নেয়। এবারের মহড়ায় চীন যুদ্ধ জাহাজ ছাড়াও একটি চিকিৎসা জাহাজ (হসপিটাল শিপ) এবং দু’টি হেলিকপ্টার পাঠাতে রাজি হয়েছে। সম্প্রতি চীনের সমর শক্তি ও সাইবার সক্ষমতা বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন। মার্কিন প্রতিবেদনে চীনের সামরিক ব্যয়কে বেশি করে দেখানো হয়েছে বলে বেইজিং দাবি করেছে।