আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেছেন, আমেরিকার কথায় চললে বাংলাদেশ স্বাধীন হতো না। বাংলার মানুষ তাদের ৭ম নৌবহর দেখেছে। বাঙালিকে কেউ দমাতে পারেনি, কখনো পারবে না। যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়াবিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাইকে বালিকা মন্ত্রী উল্লেখ করে সুরঞ্জিত তিনি বলেন, খালেদা জিয়া এখন নিশা দেশাইয়ের নেশায় মগ্ন হয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন। এতে কোনো লাভ হবে না। দেশে অবশ্যই নির্বাচন হবে। আওয়ামী লীগ নির্বাচন চায়, তবে সেটি কারও কথায় নয়, নির্বাচন হবে সাংবিধানিকভাবে। জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধাদের খুনি আখ্যায়িত করে তিনি বলেন, ৭৫ পরবর্তী সময় জিয়াউর রহমান তেলে-জলে এক করতে চেয়েছিলেন। সেই থেকেই জিয়া বাংলাদেশে বিভক্তির রাজনীতি সৃষ্টি করে দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করেন। খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের হাতে দেশের পতাকা তুলে দিয়ে দেশের স্বাধীনতাকে কলঙ্কিত করেছেন। এখন তাদের বাঁচাতে আন্দোলনে নেমেছেন। আজ সোমবার সুনামগঞ্জের দিরাই উপজেলা শহরের বিএডিসি মাঠে স্থানীয় আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।