দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী বলেছেন, আর্তমানবতার সেবায় বিত্তবানদের এগিয়ে আসতে হবে। দিনাজপুরে জেলা দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ শীতার্ত মানুষের জন্য যে পদক্ষেপ গ্রহণ করেছেন তা প্রশংসনীয়। সমাজের প্রতিটি মানুষকে মানুষের উপকারে কাজ করা উচিত।
গতকাল সোমবার লোকভবন চত্ত্বরে দিনাজপুর জেলা দোকান মালিক ব্যবসায়ী সমিতি আয়োজিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র প্রদান কর্মসূচীর উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সমিতির সহ-সভাপতি মোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ রুহুল আমিন। স্বাগত বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক জহির শাহ বলেন, শীতার্ত মানুষের সহযোগিতায় আমরা ব্যবসায়ীরা সব সময় তাদের পাশে থাকি এবং তাদের উন্নয়নে আমরা কাজ করে থাকি। এসময় উপস্থিত ছিলেন তহিদুল ইসলাম লাবু, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, জহির খান, মোঃ সিরাজুল ইসলাম, সফিকুল ইসলাম স্বাধীন, এম জিয়াউল হক টিপু, মাজেদুর রহমান দুলাল, খোরশেদ জামান, মোঃ সাইফুল্লাহ ও লিটনসহ সদস্যবৃন্দ।