বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

আর বিগ বস উপস্থাপনা করবেন না সালমান

1382960849ডেক্স নিউজ: সম্প্রতি বিগ বসের সপ্তম এপিসোডের একটি পর্বে প্রতিযোগী তানিশার সঙ্গে খারাপ আচরণ করায় কুশল ট্যান্ডলের ওপর রেগে গেলেন সালমান। বিগ বসের উপস্থাপক হিসেবে আর এ দ্শ্যৃ দেখতে চাননা ৪৭ বছর বয়সী এই অভিনেতা। তাই সপ্তম এপিসোড শেষের পর আর বিগ বসের উপস্থানপনা না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। টুইটারে নিজেই এ কথা জানিয়েছেন সালমান। বিগ বসের সপ্তম এপিসোডে অন্যান্য প্রতিযোগীদের সঙ্গে লড়ছেন তানিশা। মা তনুজা ও বোন কাজলের বাঁধা উপেক্ষা করেই বিগ বসে প্রতিযোগী হিসেবে যোগ দেন ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী। হিন্দি মারাঠি, বাংলা, তেলেগু ও তামিল ভাষার একাধিক ছবিতে অভিনয় করেও খুব একটা হালে পানি পান নি তানিশা। তাই সাফল্যের সিঁড়িতে উঠার উপায় ভেবেছিলেন তানিশা।সম্প্রতি বিগ বসের সেটে তানিশার সঙ্গে খারাপ আচরণ করেন শোটির আরেক প্রতিযোগী টিভি অভিনেতা কুশল ট্যান্ডল। এজন্যই কুশলের ওপর ক্ষেপেছেন সালমান। বিগবসের দর্শকদের উদ্দেশ্য করে সালমান টুইটারে লিখেছেন, “আপনারা টিভি পর্দায় মাত্র এক ঘণ্টা বিগ বস দেখেন কিন্তু আমকে পুরো ব্যাপারটিই সামেলাতে হয়। পরিবারের অথবা পরিবারের বাইরের কোনো নারী সদস্যদের প্রতি এ ধরনের আচরণ করলে আপনারা কোনো প্রতিক্রিয়া নাও দেখাতে পারেন। কিন্তু আমি পারব না। সব নারী-পুরুষেরই উচিত নারীর প্রতি পুরুষের এই অন্যায় আচরণের প্রতিবাদ করা। এই এপিসোডের কারণে এটাই হতে পারে আমার উপস্থাপিত শেষ বিগ বস। –