শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

আলালসহ ৬ জন ৩ দিনের রিমান্ডে

বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আটক যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ ৬ জনের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে আলালসহ ৬ জনের বিরুদ্ধে ১০ দিন করে রিমান্ডে নেয়ার আবেদনে করেছে পুলিশ। আজ রবিবার সকালে ঢাকা মহানগর মূখ্য হাকিম আসাদুজ্জামান নূরের আদালেত তাদের হাজির করে এ আবেদন করে মোহাম্মদপুর থানার এসআই নয়ন মিয়া। দুপুরে শুনানি শেষে মহানগর হাকিম আসাদুজ্জামান নূর মহানগর হাকিম আসাদুজ্জামান নূর ৬ জনকে ৩ দিন করে রিমান্ডে নেয়ার অনুমতি দেন।
রিমান্ডে পাঠানো বাকি ৫জন হলেন, যুবদলের কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাহঙ্গীর হোসেন হাওলাদার, কেন্দ্রীয় সমিটির সদস্য সাইদুর রহমান এবং ওয়ার্ড নেতা আবুল কালাম আজাদ, কামরুল ইসলাম ও রুবেল হাওলাদার। মোহাম্মদ জাহাঙ্গীর নামে আরেকজন অসুস্থ হয়ে পড়ায় তাকে কারাগারে পাঠনোর নির্দেশ দেন বিচারক।  আলালের সঙ্গে গ্রেপ্তার আরো ৫৭ জনকে এদিন কারাগারে পাঠানো হয়।
প্রসঙ্গত শনিবার সকালে লালমাটিয়ার বি ব্লকের মোয়াজ্জেম হোসেন আলালের বাসার নিচতলা থেকে যুবদলের ৬৪ নেতাকর্মীকে নাশকতার পরিকল্পনার অভিযোগে আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ। রবিবার তাদেরকে আদালতে হাজির করা হলেও আলালসহ ৭ জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়েছিল পুলিশ।

Spread the love