বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

আলোকচিত্র সাংবাদিক জহিরুল হক আর নেই

Foto Reporterজন্ডিস রোগে আক্রান্ত হয়ে আলোকচিত্র

সাংবাদিক জহিরুল হক মারা গেছেন। আজ

শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে তিনি নয়াদিল্লির

একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা

যান। তার বয়স হয়েছিল ৭১ বছর। গত ৫ জুন

জহিরুল হককে দিল্লির এইচবিএস ইনস্টিটিউট অব

লিভার এন্ড বিলিয়ারি সায়েন্স হসপিটালে ভর্তি

করা হয়েছিল। ১২ জুন থেকে লাইফ সাপোর্টে

ছিলেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি লাইফ

সাপোর্টই ছিলেন বলে দিল্লিতে অবস্থারত তার বড়

মেয়ে হামিম জহির জানিয়েছেন। এ প্রসঙ্গে

সাংবাদিকের পুত্রবধূ সাজিয়া জহির বলেন, আজ

শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে দিল্লিতে তিনি

মারা গেছেন। মরদেহ আগামীকাল রবিবার

সকালে ঢাকা আনা হবে।

জহিরুল হকের মৃত্যুতে জাতীয় প্রেসক্লাবের

সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক

সৈয়দ আবদাল আহমেদ, ফেডারেল সাংবাদিক

ইউনিয়নের দুই অংশের সভাপতি মঞ্জুরুল আহসান

বুলবুল ও শওকত মাহমুদ, মহাসচিব এম এ

আজিজ ও আবদুল জলিল, ঢাকা সাংবাদিক

ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ, আবদুল

হাই শিকদার, সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ,

জাহাঙ্গীর আলম প্রধান, ঢাকা রিপোর্টার্স

ইউনিটির সভাপতি শাহেদ চৌধুরী, সাধারণ

সম্পাদক ইলিয়াস খান, ফটো জানালিস্ট

এসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসিন,

সাধারণ সম্পাদক মীর আহমেদ মীরু শোক

জানিয়েছেন।

জানা যায়, জহিরুল হক দীর্ঘদিন ধরে জন্ডিসে

ভুগছিলেন। দিল্লি পাঠানোর আগে বঙ্গবন্ধু শেখ

মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে

চিকিৎসাধীন ছিলেন তিনি। বঙ্গবন্ধুর স্নেহভাজন

জহিরুল হককে তখন হাসপাতালে দেখে

এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জহিরুল

কলকাতার আজকাল পত্রিকার বাংলাদেশ

প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন। পাকিস্তান

আমলে তিনি দীর্ঘদিন দৈনিক আজাদ পত্রিকায়

কাজ করেন। তিনি বাংলার বাণী, জনকণ্ঠ ও

বাংলাদেশ টাইমসেও কাজ করেন। এছাড়াও

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন,

জাতীয় প্রেসক্লাব, ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের

বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বেই

বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন গঠিত

হয়। এ সংগঠনের সভাপতির পদে একাধিকবার

ছিলেন তিনি।