সাতক্ষীরা : সাতক্ষীরার আশাশুনি উপজেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে ডায়রিয়া। ফলে জনমনে আতঙ্ক বিস্তার করছে। গত ৫ দিনে কমপক্ষে ১২৫ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে ৩৫ জন। শ্রীউলা গ্রামে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়েছে এ পর্যন্ত ১১৫ জন। উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ৩০ জনকে ভর্তি করা হয়েছে। গত রোববার ও গতকাল সোমবার ২০ জন নতুন করে ডায়রিয়া আক্রান্ত হলে এদের মধ্যে ১০ জনকে হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। উপজেলার বিভিন্ন গ্রামে আরও ১৫ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র। শ্রীউলা গ্রামের সামাদ সরদার (৭৫), ময়না বিবি (৭১), আরশাদ আলি (৫), মহসিনা খাতুন (১৩), শামিমা (৬) ও সালমা (১৮) জানান, তাদের গ্রামে কমপক্ষে ১১৫ জন মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। তারা নিজেরাও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ শ্রীউলায় ডায়রিয়া প্রতিরোধে একটি মেডিকেল টিম পাঠিয়েছে বলে কর্তৃপক্ষ জানান। ডাঃ জয়ন্ত কুমার সরকারের নেতৃত্বে টিমটি বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা সেবা দিচ্ছেন। জেলা সেনেটারী ইন্সপেক্টর শিশির কান্তি পাল ও উপজেলা সেনেটারী ইন্সপেক্টর জি এম গোলাম মোস্তফা ও স্বাস্থ্য পরিদর্শক আব্দুল হাকিম এলাকা পরিদর্শন করেন এবং খাওয়ার স্যালাইনসহ বিভিন্ন ঔষধ বিতরণ করেন।