বেলাল উদ্দিন, দিনাজপুর ॥ জলাবায়ু পরিবর্তনের ফলে মধু মাস এখন জ্যৈষ্ট মাস ছাড়াও আষাড় মাস দখলে নিয়েছে। দিনাজপুরে জ্যৈষ্ঠ মাস শুরু হতেই বাংলার ঘরে ঘরে মধুমাসের উৎসব উদযাপিত হচ্ছে। এবং আষাঢ় মাস শুরু হওয়ার পর কাঁঠাল, জাম এবং আম বাজারে প্রচুর রয়েছে
বৈশাখের শেষের পর থেকে বাংলার ঘরে ঘরে আম, জাম, কাঁঠাল, লিচু, তরমুজ, খেজুর, জামরুল ইত্যাদি ফলে ফলে ভরে উঠেছে। সেই সাথে ফলে ভরে গেছে উত্তরাঞ্চলের বাজার। এসব মৌসুমী ফল বাজারে উঠলেও সরবরাহ কম থাকায় দাম আকাশ ছোয়া। দাম যতই হোক সেটা নিয়ে চিন্তা না করে সবশ্রেনীর মানুষই মধুমাস উৎযাপনে ব্যস্থ হয়ে পড়েছে। চেষ্টা করছে সাধ্যমত মৌসুমী ফল কেনার। গত বছরের তুলনায় এবার ফলন অনেক ভাল। দিনাজপুরে এবার আম ও লিচুর উৎপাদন খুবই ভালো হয়েছে। বৈশাখ মাসের মাঝামাঝি উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে লিচু ও আমের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। তবুও এবার ফলন বেশি হওয়ায় মানুষ খুব একটা বেশি বুঝতে পারেনি।
ইতিমধ্যে দিনাজপুরের বাগানে বাগানে আম, জাম, কাঁঠাল, জামরুল, লিচু সামগম হয়েছে। বাতাসে পাওয়া যাচ্ছে মিষ্টি ফলের সুগন্ধ। বাজারে বর্তমানে ল্যাংড়া, মোহনভোগ, গোপালভোগ, গুটি ইত্যাদি জাতের আম পাওয়া যাচ্ছে। সেই সাথে পাওয়া যাচ্ছে লিচু। এবার ফলের মৌসুমে ফলের দাম সাধারণ মানুষের হাতে নাগালে তাই ধনি গরীব সকলেই মধু মাসের ফলের স্বাদ গ্রহন করতে পারছেন। অন্যান্য বছরের তুলনায় এ বছর বিশেষ করে আম লিচু ও কাঁঠালের দাম অনেক কম। বর্তমানে দিনাজপুরের হাট বাজারগুলোতে পাকা আম গোপালভোগ ও মিশ্রিভোগ ৫০/৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ভালো জাতের মিষ্টি গুটি আম ২৫/৩০ কেজি টাকা দরে বাজারে বিক্রি করতে দেখা যাচ্ছে। অন্যান্য পাকা আমের দাম গত বছরের তুলনায় অনেক কম দামে বিক্রি হচ্ছে। আবার লিচুর বাজারও সাধারন ক্রেতার নাগালের মধ্যে। বাজারে ভালো ১শ লিচু ১২০ থেকে প্রকার ভেদে ১৮০ টাকা মুল্যে বিক্রি হয়েছে। বর্তমানে সরকারের কোঠর নজর দারীর ফলে আমে ফর্মালিন ও কৃত্তিম উপায়ে ভেজালের কোন সংবাদ পাওয়া যায়নি।