বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

আসন্ন বিরল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ড. জীবন চৌধুরী ব্যাপক গণ সংযোগ

আসন্ন ৩১ মার্চ বিরল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মানবসেবক ড. আনোয়ার চৌধুরী জীবন কাপ পিরিচ মার্কার প্রতিক নিয়ে জনপ্রিয়তার শীর্ষে থেকে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী গণসংযোগ ও পথ সভা করেছে। গণ সংযোগ চলাকালীন ভোটারদের দ্বারে  দ্বারে গিয়ে কাপ পিরিচ মার্কায় ভোট চেয়ে দোয়া ও কুশল বিনিময় করেন। ভোটাররা কাপ পিরিচ মার্কায় ভোট দেয়ার আশ্বাস প্রদান করে। তিনি সকালে ২ নং ফরক্কাবাদ ইউপির নয়াপাড়া, সদরডাঙ্গা, বাজারদিঘী, গুচ্ছগ্রাম, তেঘরা, সোনাহারপাড়া, সাহাপাড়া, লাঙ্গলদহ, কবিরাজপাড়া, সিংড়াপাড়া, দুর্গাপুর, দুরহৈল, বালাহাড়, জয়হাড়, বানিয়াপাড়া, সরদারপাড়াসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন। এ সময় তার সঙ্গে আজাহার আলী বাবু, কফিল উদ্দীনসহ ওই ইউনিয়নের সুধী, কর্মী  ও গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। প্রার্থী ড. জীবন চৌধুরী বিভিন্ন পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,  দীর্ঘ সাড়ে ৭ বছর যাবত গরীব, দুঃস্থ্য, অসহায় মানুষের মাঝে সেবা দিয়ে আসছি। বিরলবাসীর জন্য বিভিন্ন ইউনিয়নে  ফ্রি চিকিৎসা সেবা ও  দুঃস্থ্য অসহায়দের পরিবহন সুবিধার্থে দুটি ফ্রি এ্যাম্বুলেন্স সেবা দিয়ে যাচ্ছি। যতদিন বেঁচে থাকবো, মানুষের সেবা করে যাব।

 

Spread the love