আসন্ন ৩১ মার্চ বিরল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মানবসেবক ড. আনোয়ার চৌধুরী জীবন কাপ পিরিচ মার্কার প্রতিক নিয়ে জনপ্রিয়তার শীর্ষে থেকে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী গণসংযোগ ও পথ সভা করেছে। গণ সংযোগ চলাকালীন ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে কাপ পিরিচ মার্কায় ভোট চেয়ে দোয়া ও কুশল বিনিময় করেন। ভোটাররা কাপ পিরিচ মার্কায় ভোট দেয়ার আশ্বাস প্রদান করে। তিনি সকালে ২ নং ফরক্কাবাদ ইউপির নয়াপাড়া, সদরডাঙ্গা, বাজারদিঘী, গুচ্ছগ্রাম, তেঘরা, সোনাহারপাড়া, সাহাপাড়া, লাঙ্গলদহ, কবিরাজপাড়া, সিংড়াপাড়া, দুর্গাপুর, দুরহৈল, বালাহাড়, জয়হাড়, বানিয়াপাড়া, সরদারপাড়াসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন। এ সময় তার সঙ্গে আজাহার আলী বাবু, কফিল উদ্দীনসহ ওই ইউনিয়নের সুধী, কর্মী ও গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। প্রার্থী ড. জীবন চৌধুরী বিভিন্ন পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দীর্ঘ সাড়ে ৭ বছর যাবত গরীব, দুঃস্থ্য, অসহায় মানুষের মাঝে সেবা দিয়ে আসছি। বিরলবাসীর জন্য বিভিন্ন ইউনিয়নে ফ্রি চিকিৎসা সেবা ও দুঃস্থ্য অসহায়দের পরিবহন সুবিধার্থে দুটি ফ্রি এ্যাম্বুলেন্স সেবা দিয়ে যাচ্ছি। যতদিন বেঁচে থাকবো, মানুষের সেবা করে যাব।