মঙ্গলবার ৩০ মে ২০২৩ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

আসামী গ্রেফতার না করায় সংবাদ সম্মেলনে পুলিশের বিরুদ্ধে নির্যাতিত পরিবারের অভিযোগ

রফিকুল ইসলাম ফুলাল, দিনাজপুর ঃ

মুক্তিযুদ্ধকালিন সময়ে পাক-হানাদার বাহিনীর সহযোগী সংগঠন শান্তি(পিস)কমিটি পরিবারের সদস্য ডাঃ ইউনুস ও এমরান আলীর ক্ষমতার দাপট স্বাধীনতার ৪৫ বছরেও শেষ হয়নি। তাদের নিষ্ঠুর নির্যাতন ও হামলায় সদরের পাঁচকুড় সরকার পাড়া গ্রামের কয়েকটি পরিবার অসহায় হয়ে পড়েছে। পাচঁকুড় গ্রামের অসহায় এক পরিবারের ৭ শতক জমি দখল করতে গিয়ে ডাঃ ইউনুস,এমরান আলী,নুরুজ্জামান ওরাজাকার আব্দুল হামিদের পোষ্য সন্ত্রাসীদের হামলায় ৮জন আহত হয়। এদের মধ্যে ৪জনের অবস্থা আশংকাজনক।

 

গতকাল সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পাচঁকুড় গ্রামের আফরোজা সরকার। তিনি লিখিত বক্তব্যে জানান,সদর উপজেলার ৮নং শংকরপুর ইউনিয়নের পাচঁকুড় সরকার পাড়া গ্রামের পাঁচকুড় মৌজার জেএল নং ১৮৩ সিএস-১০৬,এসএ-১৫০ এবং দাগ নং ৩৬৫‘র ৭ শতক জমিজবর দখলের অপচেষ্ঠা করছে ডাঃ ইউনুস ও এমরান আলী,নুরুজ্জামান ও রাজাকার আব্দুল হামিদের সন্ত্রাসীরা।

 

জমিটি দখলের জন্যে গত ৯ জুন ২০-২৫ জনের সন্ত্রাসী দল হামলা চালিয়ে জমিটির ঘেরাবেড়া ভাঙ্গতে শুরু কওে, তাদের বাধা দিলে সন্ত্রাসীরা আবেদ আলী,মজিবর রহমান,শারমিন আক্তার,রিতা,রওজা খাতুন,আক্ক্সা আলী,মশিউর রহমান, আফতাব আলীসহ অন্যদের বেধড়ক চাকু,রড,লাঠি,চাপাতি দিয়ে কপাতে থাকে। এসময় গুরুত্বর আহত অবস্থায় আবেদ আলী,মজিবর রহমান,শারমিন আক্তার ও রিতাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।

 

ঘটনার পর ১২ জুন আফরোজা সরকার বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখসহ দিনাজপুর কোতয়ালী থানায় মামলা করেন,মামলা নং ২১ তাং ১২/০৬/১৬ কিন্তু এখন পযর্ন্ত পুলিশ অদৃশ্য শক্তির ইশারায় আসামীদের কাউকেই গ্রেফতার করেনি এবং ঘটনাস্থল পরিদর্শন না করায় আসামীরা বাদী ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকী প্রদান করছে।

 

সংবাদ সম্মেলনে আফরোজা সরকার অভিযোগ করেন,পুলিশ আসামীদেও গ্রেফতার না করায় সন্ত্রাসীরা আমাকে ও আমার পরিবারের সদস্যদের হত্যা ও মেয়ে সদস্যদের ধর্ষন এবং বাড়ীতে আগুন লাগাবে কিংবা অবৈধ ভারতীয় মালামাল রেখে বিজিবিকে দিয়ে ধরিয়ে দেয়ারও হুমকি প্রদান করছে। আমরা অসহায় অবস্থায় দিনাতিপাত করলেও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশ এখনো কোন পদক্ষেপ নিচ্ছেনা। দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম খালেকুজ্জামান এর সঙ্গে মামলার অগ্রগতি এবং হুমকি ধমকি সর্ম্পকে কথা বলতে গেলে তিনি আমাদের উল্টোপাল্টা কথা বলে তাড়িয়ে দেন। সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের জানান,আগামীতে আমার পরিবারের যে কোন বড় ধরনে র্দুঘটনার জন্যে পুলিশই দায়ী থাকবে কেননা বারং বার বলা সত্বে তারা আসামীদেও বিরুদ্ধে কোন পদক্ষেপই নিচ্ছেনা।

 

সংবাদ সম্মেলনে অন্যান্যেও মাঝে আরো উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য মোঃ নুরুল হুদা, মোঃ আখতার আলী সরকার,মশিউর রহমান, আক্কাস আলী,আনসারুল ইসলাম,শারমিন আক্তার,রওজাতুন প্রমুখ।