
এশিয়া-ইউরোপ আন্তঃমহাদেশীয় ফোরামের (আসেম) ১০ম শীর্ষ সম্মেলন ইতালির মিলানে শুরু হয়েছে। এতে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বনেতৃবৃন্দ।
আজ বৃহস্পতিবার সম্মেলনস্থলে পৌছলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান উইরোপীয় কাউন্সিলের সভাপতি হারমান ভন রমপুই ও ইউরোপীয় কমিশনের সভাপতি জোসে ম্যানুয়েল বাররোস। উদ্বোধনের পর ২য় সেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুদিনের এ শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন প্রায় ৪৯টি দেশের নেতারা।
এবারের সম্মেলনের প্রতিপাদ্য বিষয় রেসপনসিবল পার্টনারশিপ ফর গ্রোথ এন্ড সিকিউরিটি। শুক্রবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মধ্যদিয়ে শেষ হবে এবারের সম্মেলন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ দিনের এ সফরে ইতালি, গ্রিস, সুইডেন ও নেদারল্যাণ্ডের সরকার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এছাড়া মিলানে প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনায়ও যোগ দেবেন তিনি। সফর শেষে ১৮ অক্টোবর শনিবার ঢাকায় ফেরার কথা রয়েছে তার।