শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

আস্করপুর ইউনিয়নের উদ্যোগে শিক্ষা প্রেরনা পদক বিতরণ

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : আমাদের পরিপূর্ণ জ্ঞানে বিকশিত হতে হলে তথ্যপ্রযুক্তির জ্ঞান অর্জন করতে হবে। যদি নিজেকে প্রতিষ্ঠা করতে না পারি তবে আমাদের ভাল ভাল কথা বলে কোন লাভ নেই। সমাজে প্রতিষ্ঠিত হতে হলে ও উন্নতি চাইলে মানসম্মত শিক্ষা অর্জন করতে হবে। দেশকে বিশ্বের বুকে পরিচিত করতে শিক্ষার উন্নয়ন ঘটাতে হবে। পাশাপাশি যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে হবে। এ বিষযে তাদের সচেতন করে তুলতে হবে। এ ব্যাপারে প্রশাসনকে সর্তক ভূমিকা পালন করতে হবে।

গতকাল শনিবার সকালে স্থানীয় মনসুর আলী চৌধুরী দাখিল মাদ্রাসা মাঠে দিনাজপুর সদর উপজেলার আস্করপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নের অন্তর্গত প্রাইমারী, জুনিয়র, এসএসসি ও সমমান পরীক্ষায় শ্রেষ্ঠ ফলাফল ও ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা প্রেরণা পদক বিতরণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বক্তারা আরো বলেন, বাংলাদেশকে সমৃদ্ধ দেশে পরিণত করতে শিক্ষার কোন বিকল্প নেই। আমাদের সন্তানদের প্রাইভেট কোচিংয়ের প্রতি নিরুৎসাহিত করতে হবে। শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করলে এ পেশায় মেধাবীরা এগিয়ে আসবে এবং শিক্ষারমান অনেক গুনে বৃদ্ধি পাবে।

আস্করপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফরিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কন্দর্প নারায়ন রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এমজিএম সায়োর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আলতাফ হোসেন।

মনসুর আলী চৌধুরী দাখিল মাদ্রাসার শিক্ষক মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ব্যাংক কর্মকর্তা বীরমুক্তিযোদ্ধা মোঃ মকবুল হোসেন, আস্করপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, আস্করপুর ইউপি সদস্য মোঃ জিয়াউল হক জিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ লুৎফুর রহমান, খানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিজুল হক, মনসুর চৌধুরী দাখিল মাদ্রাসার সুপার মাওঃ মোঃ মনসুর আলী, তাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরম্নজ্জামান প্রমূখ।

অনুষ্ঠানে মনসুর আলী দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব মোঃ মনসুর আলী চৌধুরী, আস্করপুর ইউপি সদস্য মোঃ আব্দুর রশিদসহ সকল ইউপি সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অন্যান্য সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ২০১২-২০১৪ সাল পর্যন্ত আস্করপুর ইউনিয়নের অন্তর্গত ৪টি উচ্চ বিদ্যালয়, ৩টি দাখিল মাদ্রাসা ও ১০টি প্রাথমিক বিদ্যালয়ের জিপিএ-৫ এবং জিপিএ-৪ পাওয়া ৩০৯ জন ছাত্র-ছাত্রীকে স্বর্ণপদক ও রৌপ্যপদক প্রদান করা হয়।

 

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি, মোবাইলঃ ০১৭১৭৮৪০৯২৯২,

Spread the love