সোমবার ৫ জুন ২০২৩ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

আস্করপুর ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক জিয়া নেলসন ম্যান্ডেলা সম্মাননা পেয়েছেন

জিন্নাত হোসেন : দিনাজপুর সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোঃ জিয়াউর রহমান জিয়া সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় নেলসন ম্যান্ডেলা সম্মাননা-২০১৫ পেয়েছেন।

গতকাল ঢাকায় বাংলাদেশ শিক্ষা ক্রীড়া ও সাংস্কৃতিক সংসদ আয়োজিত কন্যা শিশু দিবস ও বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে আলোচনা সভা ও নেলসন ম্যান্ডেলা সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান বিচারপতি আলহাজ্ব মোঃ আমিরুল কবির দিনাজপুর সদর উপজেলার আস্করপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া এর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

সাংগঠনের সভাপতি মোঃ গোলাম রাববানী খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চলচিত্রকার ও সাংবাদিক মোঃ রফিকুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান কবিতার সভাপতি কবি হাসনাইন সাজ্জাদী ও কবি নাহিদ রোকসানা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমন্বয়কারী কবি নুসরাত আরা টুম্পা।