
মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে ইউনিয়ন পরিষদ সংলগ্ন মার্কেটের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার সকালে ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফরিদুল ইসলাম।
পরে ইউনিয়ন পরিষদ চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফরিদুল ইসলাম। আস্করপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন আস্করপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব মোঃ খতিব উদ্দীন, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোঃ জিয়াউর রহমান জিয়া, বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোঃ মকবুল হোসেন, প্রবীন শিক্ষক আলহাজ্ব মাওঃ আবেদ আলী, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আকবর আলী, আলহাজ্ব মজিবুর রহমান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, বিএনপি নেতা মোঃ লুৎফর রহমান প্রমূখ। অনুষ্ঠানে ইউপি সদস্য মোঃ রশিদুল ইসলামসহ সকল সদস্য, কৃষকদল নেতা মোঃ আনিসুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন, তৃণমূলের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। আর এ কারণেই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুণমূল পর্যায় থেকে দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশের সার্বিক উন্নয়নে কাজ করার আহবান জানান। আলোচনা শেষে ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফরিদুল ইসলাম। পরে দেশের শামিত্ম ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি, মোবাইলঃ ০১৭১৮৪০৯২৯২, তারিখঃ ২৮-০৯-২০১৪।