
এফ রহমান বাবু,স্টাফ রিপোর্টার : দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের উভয় শিফটের সকল টেকনোলজি ও পর্বের ক্লাস প্রতিনিধিদের ভোটের মাধ্যমে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনের মাধ্যমে পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারন (ছাত্র-ছাত্রী) পরিষদের কমিটি গঠন করা হয়।
২২ অক্টোবর বুধবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২ টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন করা হয়। মোট ৯৬ জন ভোটারের মধ্যে ৮০ জন ভোটার ভোট প্রদান করেন। ৭১ ভোট পেয়ে আহবায়ক পদে নির্বাচিত হয়েছেন মোঃ হাবিবুর চৌধুরী জনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শাহনেওয়াজ পেয়েছেন ৯ ভোট। যুগ্ম আহবায়ক পদে নির্বাচিত হয়েছেন মোঃ এস আই শাওন ও শান্ত রায়। সহ-যুগ্ম আহবায়ক পদে নির্বাচিত হয়েছেন মোঃ মোহাইমিনুল ইসলাম রিফাত, শিবা রায়, জাহিদ হাসান শুভ, আব্দুল্লাহ আল মাসুদ, মোঃ আবু সাঈদ জিম ও মোঃ পলাশ পারভেজ। নির্বাচন পরিচালনা করেন মোস্তাফিজ ইবনে তৌহিদ, তানভীর আহমেদ ও নূরী হুদা রিংকু।