শনিবার ২ ডিসেম্বর ২০২৩ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

‘‘আয়োডিনযুক্ত লবন ব্যবহারঃ সাম্প্রতিক অভিজ্ঞাতা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ সমূহ’’ শীর্ষক কর্মশালা আগামীকাল

দিনাজপুর প্রতিনিধি : বিসিকের ‘‘আয়োডিনযুক্ত লবন ব্যবহারঃ সাম্প্রতিক অভিজ্ঞাতা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ সমূহ’’ শীর্ষক কর্মশালা পর্যটন মোটেল দিনাজপুরে অনুষ্ঠিত হবে আগামীকাল।

বুদ্ধিদীপ্ত জাতি গঠন, শিশু নারী স্বাস্থের উন্নয়নে আয়োডিনযুক্ত লবন গ্রহণে জনসচেতনতা সৃষ্টির কর্মকৌশল নির্ধারণের উদ্দেশ্যে বাংলাদেশ ক্ষুদ্রও কুঠির শিল্প করপোরেশন (বিসিক) এবং গেইন, বাংলাদেশ এর যৌথ উদ্যেগে আগামী ১৫ নভেম্বর’১৪ ‘‘আয়োডিনযুক্ত লবন ব্যবহারঃ সাম্প্রতিক অভিজ্ঞাতা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ সমূহ’’ শীর্ষক কর্মশালা পর্যটন মোটেল দিনাজপুরে অনুষ্ঠিত হবে।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি থাকবেন বিসিক চেয়ারম্যান আহমেদ হোসেন খান। বিশেষ অতিথি থাকবেন পরিচালক (প্রকল্প) বিসিক প্রতিত পাবন বৈদ্য এবং সিনিয়র এ্যাডভাইজার ও প্রজেক্ট ম্যানেজার, গেইন বাংলাদেশ এর টিম জাহিদ হোসেন। কর্মশালার উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী। সিআইডিডি প্রকল্প পরিচালক আবু তাহের খানসহ ইউনিসেফ, মাইক্রো নিউট্রিয়েন্ট ইনোসিয়েটিভ এর প্রতিনধিবৃন্দ এবং সরকারী বেসরকারী সংস্থার কর্মকর্তাবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করবেন।

 

Spread the love