
ঘোড়াঘাট প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ-ডুগডুগী সড়কের দুই ধারে শত শত গাছ চোরেরা চুরি করে নিয়ে যাচ্ছে। দেখার কোউ নেই। জানা গেছে, ২০০৭-২০০৮ অর্থ বছরে এলজিইডি ইউনিয়নের পরিষদের সম্বনয়ে উপজেলার রাণীগঞ্জ-ডুগডুগী পাকা সড়কের দুই ধারে প্রায় ১০ কি.মি রাস্তায় মেহগুনী, ইউক্লিপটাসসহ অন্যান্য ফলজ বৃক্ষের চারা রোপন করে। চারা গুলো ১ বছর পূর্বে প্রায় পরিপূর্ণতা লাভ করে একটি দৃষ্টি নন্দন সড়কে পরিণত হয়। গত ৬ মাস থেকে একই উপজেলার ইচলা বিলপাড়া ও উমরপুর বিলপাড়া গ্রামের একটি সংঘবদ্ধ গাছ কাটা দল রাতের পর রাত ওই সব দৃষ্টি-নন্দন মূল্যবান গাছগুলো চুরি করে কেটে নিয়ে যাচ্ছে। ফলে সড়কটির দুই ধার একবারে ফাঁকা হয়ে গেছে। বর্তমানে রাণীগঞ্জ-ডুগডুগী সড়কের ৫০-৬০টি গাছ চোখে পড়ে । বাকি ১ থেকে দোড় হাজার মূল্যবান মেহগুনী গাছগুলো রাতের পর রাত কেটে নিয়ে যাওয়া হয়েছে। সর্বশেষ গত ২২ ও ২৩ জুলাই ওই সংঘবদ্ধ দলটি বিলপাড়া গ্রামে পূর্ব পার্শ্বে ৬টি মেহগুনী গাছ কেটে নিয়ে যায়। পাশাপাশি আরোও দুটি গাছের গোড়া তিনভাগ কেটে রাখে। চোরাই গাছগুলো উপজেলার নির্বাহী অফিসার রোখছানা বেগম গোপন সংবাদের ভিত্তিতে পালশা ইউপি চেয়ারম্যান কবিরুল ইসলাম প্রধানের মাধ্যমে মহল্লাদারসহ ইচলা বিলপাড়া গ্রামের ইসমাইল হোসেনের বাড়ি থেকে চুরি করে কাটা গাছ গুলো উদ্ধার করে ইউপি অফিসে নিয়ে যায়। এ ঘটনাই ইউএনও’র পরামর্শে ইউপি চেয়ারম্যান মহল্লাদারকে বাদী করে ঘোড়াঘাট থানায় একটি এজাহার প্রেরণ করেন। মহল্লাদার বাদী হওয়া ওসি নুরুজ্জামান উত্তেজিত হয়ে মহল্লাদারকে লাথি মারতে উদত্ত হয়। বিষয়টি চেয়ারম্যান ইউএনও কে অবগত করেন। গত ২৭শে জুলাই ইউএনও সংশিষ্ট ইউনিয়ন ভূমি অফিসারকে বাদী করে আর একটি এজাহার থানায় প্রেরণ করেন। এজাহার প্রেরণের ৩দিন অতিবাহিত হলেও অজ্ঞত কারণে মামলাটি রেকর্ড করা হচ্ছে না। এদিকে ওই সংঘ বদ্ধ চক্রটি চেয়ারম্যানকে প্রকাশ্যে হুমকি দিচ্ছে বলে চেয়ারম্যান জানান। এ ব্যাপারে ইউএনও রোখছানা বেগমের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান, যে ওসি যত আইন কানুন দেখান তাতে মনে হয় আমরা কিছু জানি না। চেয়ারম্যান এবং ইউএনও’র সুপারিশ সম্বলিত একটি এজাহার যদি ওসির নিকট গ্রহণযোগ্যতা না পায় তাহলে সাধারণ মানুষ কিভাবে হয়রানি হচ্ছে তা আমার বোধগম্য নয়।