বুধবার ৪ অক্টোবর ২০২৩ ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ইউক্রেনে রাশিয়ার সেনা মোতায়েন

এবার ইউক্রেনে সেনা মোতায়েন করেছেন রাশিয়া। এ বিষয়ে  সমালোচনা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তিনি এটাকে রাশিয়ার আগ্রাসী বলেও তিনি উল্লেখ করেছেন।

কেরি আরো বলেছেন, “রাশিয়ার সামনে তার স্বার্থ রক্ষায় আরো ভাল উপায় রয়েছে। যদি সত্যিই রাশিয়া সেখানে নাগরিকদের জন্য চিন্তিত হয়ে থাকে তবে তাদের উচিত ইউক্রেনের সরকারের সাথে গিয়ে কথা বলা”

উল্লেখ, ইউরোপের সঙ্গে একটি চুক্তি বাতিল করার কারণে গত নভেম্বরে ইউক্রেনে যে আন্দোলনের শুরু হয় তারই ধারাবাহিকতায় পতন ঘটেছে দেশটির প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের।

এরপরই ক্রাইমিয়াতে অবস্থান নেয় রাশিয়ার সেনারা। তারা এখনো এক অর্থে ওই এলাকার নিয়ন্ত্রণে রয়েছে।

 

Spread the love