বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ইউনিয়ন পরিষদ হল স্থানীয় পার্লামেন্ট। ইউনিয়নে উন্নয়ন সভায় বক্তারা

দিনাজপুর প্রতিনিধি: গতকাল বুধবার দিনাজপুর সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়ন ও ৩নং ফাজিলপুর ইউনিয়নে ইউনিয়ন উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। ২নং সুন্দরবন ইউনিয়নে ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ইউপি সচিব মাসুদা পারভিন। সভায় এনজিও সংস্থার পক্ষ্যে সিডিসি দিনাজপুর কর্তৃক বাস্তবায়ীত পিআরপিডি-ডিআই প্রকল্পের ডিআইআরএফ শৈলেন চন্দ্র রায় বলেন প্রতিবন্ধী জনগোষ্ঠির উন্নয়নে ইউনিয়ন পরিষদের বাজেটে তাদের বরাদ্দ অন্তর্ভূক্ত করতে হবে। এছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদেরকে পূনর্বাসন করে প্রতিবন্ধী বান্ধব ইউনিয়ন গড়তে হবে। অপরদিকে ৩নং ফাজিলপুর ইউনিয়নে ইউপি চেয়রম্যান আলহাজ্ব মোবারক আলী শাহ’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ইউপি সদস্য একেএম হাসান-নুর-জামান।  এনজিওদের পক্ষ্যে সিডিসির ডিআইআরএফ এর শৈলেন চন্দ্র রায়, সিএম মুক্তি কুজুর, এসইউপিকের পিসি মেরাজউদ্দিন তালুকদার, টেকনিকাল অফিসার শরিফুল ইসলাম শরিফ বক্তব্য রাখেন। সভায় বক্তারা বলেন ইউনিয়ন পরিষদ হল স্থানীয় পার্লামেন্ট এবং উন্নয়নের সুতিকাগার। পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত তৃণমূল পর্যয়ের মানুষদের উন্নয়ন এখান থেকেই নির্ধারন করা হয়। তাই ইউনিয়ন পরিষদকে একটি শক্তিশালী মাধ্যম হিসেবে পরিচিতি দিতে হবে। স্বাভাবিক মানুষের উন্নয়নের পাশাপাশি প্রতিবন্ধীদের উন্নয়ন ঘটাতে হবে।

Spread the love