শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ইকবালুর রহিম এমপির সাথে দিনাজপুর জেলা শ্রমিকলীগের মতবিনিময় সভা

দিনাজপুর প্রMp-Ikbalতিনিধিঃ  ১০ম জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ সদর আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ইকবালুর রহিম এমপি বলেছেন শেখ হাসিনা সরকার গরীব মানুষের জন্য বয়স্কভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, মাতৃত্ব কালীন ভাতাসহ প্রায় ৭০ প্রকার ভাতা ব্যবস্থা করে খাদ্য নিরাপত্তার বেস্টনী গড়ে তুলেছে। তাই বর্তমানে মানুষ আর না খেয়ে মারা যায় না। বর্তমানে শ্রমজীবী মানুষ পেট ভরে খেতে পারছে।  শ্রমজীবী মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে। শ্রমজীবী মানুষের জীবন যাত্রার মান উন্নয়নকে বাধাগ্রস্থ করতে বর্তমানে বিএনপি জামাত জোট হরতাল অবরোধও মানুষ হত্যা করছে।

গতকাল শনিবার দিনাজপুর শহরের হাসপাতাল মোড়স্থ নাজমা রহিম মিলনায়তনে ১০ম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় শ্রমিকলীগ দিনাজপুর জেলা শাখার আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ইকবালুর রহিম এমপি একথা বলেন। তিনি আরও বলেন, বিএনপি জামাত জোট রাজনীতির নামে দেশ ব্যাপী  সহিংসতা শুরু করেছে। তারা রেল লাইনের ফিস প্লেট খুলে ফেলে সাধারণ মানুষকে হত্যা করছে। জঙ্গী কায়দায় পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করছে। এই জঙ্গীদের হাত থেকে দেশকে রক্ষা করতে ১০ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগকে বিজয়ী করতে হবে। আসন্ন সংসদ নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব রক্ষার নির্বাচন। জেলা শ্রমিক লীগের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দীন এর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, জেলা শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান, জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি মোঃ তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন মুন্না, শ্রমিকলীগ নেতা আব্দুল মান্নান, খলিলুর রহমানসহ অন্যান্য শ্রমিকলীগ নেতৃবৃন্দ।