বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ইচ্ছে

জাকিয়া তাবাস্সুম জুঁই

তুমি আমার আপন

একান্ত মনের বন্ধু

তোমার সাথে আমার মন

রোজ খেলা করে,

দিন-রাত কিংবা রাত-দিনে !

যখন ইচ্ছে তখন ছুঁটে যাই

তোমার কাছে,

তোমার হাত ধরে

ছুঁটে চলে-নদীর তীর

তোমার হাসির চ্ছটা ঝড়ে পরে

দশ দিক !

তুমি আমার মনের বন্ধু

একান্ত আপন বলে

থাকো-একান্ত গোপন গৃহে

এখানে শুধু-তোমার বিচরণ

এখানে থাকে-আমাদের মন আর

আমাদের নিজেস্ব ভালোবাসা

আমাদের মত-নিজ আঙ্গীকে !

Spread the love