
দিনাজপুর প্রতিনিধি : গতকাল শনিবার দিনাজপুর প্রেসক্লাবের সম্মুখে চিরিরবন্দর উপজেলার তালপুকুর, মহলবাড়ী, দলা, ভিয়াইল ইউনিয়নের আদিবাসী ও ভুমিহীন জনগোষ্টী এবং জেলার সমমনা এনজিও সংস্থার সহযোগীতায় ভুমিহীন মানুষদের সংগ্রামের অন্যতম বন্ধু সংগঠক সাসটেইন সংস্থার নির্বাহী পরিচালক ইঞ্জি: এসআই শফিকের বিরুদ্ধে আনিত ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে এবং মামলার বাদী ও সহযোগীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে বিশাল মানব বন্ধন পালিত হয়। মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
জানা যায়, ৯নং ভিয়াইল ইউনিয়নের প্রায় ৮ বিঘা দেবত্তোর সম্পত্তি দীর্ঘদিন ধরে এলাকার প্রভাবশালী ব্যক্তি ও ভূমিদস্যু সম্ভুনাথ, গোষ্টনাথ, দফরু রায় ভোগ দখল ও অবৈধভাবে বিক্রি করে আসছিল। দেবোত্তর কমিটির সদস্যরা স্থানীয় এনজিও সংস্থা সাসটেইন এর সহযোগিতায় উক্ত জমি উদ্ধার করে ভুমিহীন হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিরা বসতস্থাপন করে এবং মন্দির ও বিগ্রহ বসিয়ে পুজা অর্চনাসহ হরিবাসর, দোলপুর্ণিমা ইত্যাদি ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা করে আসছিল। তাদেরকে উচ্ছেদের জন্য প্রভাব শালী ব্যক্তিরা বিভিন্ন ভাবে চেষ্টা চালাতে থাকে। অবশেষে মিথ্যা মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত প্রকৃত ঘটনা তদন্তের জন্য ইউপি চেয়ারম্যান শাহ্ মোঃ মতিউর রহমানের কাছে প্রতিবেদন চাইলে তিনি প্রভাবশালীদের দ্বারা প্রভাবিত হয়ে মিথ্যা রিপোর্ট প্রদান করেন এবং আদালত নির্বাহী পরিচালক এস.আই সফিককে গ্রেফতার করে। ফলে গতকাল শনিবার স্থানীয় এনজিও সমূহের পক্ষে সিডিসি, এনডিসি, বিকাশ, বিএসএস, অনির্বান ফাউন্ডেশন, বিবিডিএস, কাম-টু ওয়ার্ক নিসকো, আরডিএফ, এসএসএস, ইয়ং ড্রাগন ক্লাবসহ সামাজিক সংস্থা সমূহ মানববন্ধন কর্মসূচী পালন করে। কর্মসূচীর নেতৃত্ব দেন সিডিসি’র নির্বাহী পরিচালক যাদব চন্দ্র রায়, এসডিসি’র নির্বাহী পরিচালক ভিক্টার লাকরা, ও রণজিৎ কুমার সরকার।