শুক্রবার ১ ডিসেম্বর ২০২৩ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ইতিহাস গড়ল বাংলাদেশ

চট্টগ্রাম টেস্টের ৫ম দিনে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়েছে বাংলাদেশ। শেষ দিনে গড়ানো ৩য় টেস্টে ১৮৬ রানে জয় পায় টাইগাররা। এ জয়ে প্রথমবারের মতো ৩-০ ব্যবধানে কোনো সিরিজ জিতল বাংলাদেশ। আজ রবিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১ উইকেটে ৭১ রান নিয়ে ৪৪৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৬২ রানেই অলআউট হয় সফরকারী জিম্বাবুয়ে। এ ম্যাচে প্রাণপণ লড়াই করেও শেষরক্ষা হয়নি তাদের।
এর আগে ঢাকা ও খুলনা টেস্ট জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। এ প্রথম টানা ৩ টেস্ট জিতল দলটি। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ১৬২ রানে ম্যাচ জয়ের মধ্যদিয়ে ১ ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধানে বহু প্রত্যাশিত টেস্ট সিরিজও নিশ্চিত করেছে বাংলাদেশ। সাকিব আল হাসানের ৫+৫=১০ উইকেট তাইজুল ৩+৩= ৬, জুবায়েরের ২ উইকেট দখল করা দুর্দান্ত বোলিং নৈপুন্যে সফরকারী জিম্বাবুয়ে মাত্র ১৫১ রানেই অলআউট হয়। ফলে সফরকারীদের ১৬২ রানের বড় ব্যবধানে হারিয়ে বহু কাক্সিক্ষত সিরিজ জয় নিশ্চিত করে টাইগাররা।
রবিবার দিনের শুরুতেই হ্যামিল্টন মাসাকাদজাকে আউট করে ২য় উইকেটের প্রতিরোধ ভাঙেন শুভাগত হোম চৌধুরী। রিভার্স সুইপ করতে গিয়ে উইকেটরক্ষক মুশফিকুর রহিমকে সহজতম ক্যাচ দিয়ে ফিরেন হ্যামিল্টন। হ্যামিল্টন বিদায়ে ভাঙে ৯৩ রানের জুটি। আগের দিনের অপরাজিত আরেক ব্যাটসম্যান সিকান্দার রাজাকেও ফেরানো কৃতিত্ব শুভাগতর। ফুলটস বল তুলে মারতে গিয়ে তাইজুল ইসলামের ক্যাচে পরিণত হন রাজা। ২য় ঘণ্টায় অধিনায়ক ব্রেন্ডন টেইলর ও অলরাউন্ডার এল্টন চিগাম্বুরাকে ফেরান ১ম ইনিংসে ৫ উইকেট নেয়া জুবায়ের হোসেন।
পয়েন্টের উপর দিয়ে তুলে মারতে গিয়ে সাকিব আল হাসানের ক্যাচে পরিণত হন টেইলর। এ টেস্টে দুবারই জুবায়ের হোসেনের শিকারে পরিণত হলেন তিনি। এর পর স্লিপে ইমরুল কায়েসের চমৎকার ক্যাচে পরিণত হয়ে বিদায় নেন প্রথম ইনিসে জিম্বাবুয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক চিগাম্বুরা। মাহমুদুল্লাহ রিয়াদের বলে এলবিডব্লিউ হয়ে বিদায় নেন ক্রেইগ আরভিন। রেগিস চাকাবভার সাথে ১৩ ওভার ১ বলে ৪৯ রানের জুটি গড়েছিলেন তিনি। জিম্বাবুয়ে তাদের ২য় ইনিংসে বাংলাদেশের সামনে যেন দাঁড়াতেই পারেনি। ২৬১ রানে রুবেল হোসেনের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে গেছেন পানিয়াঙ্গারা।

Spread the love