
মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, দেশের সঠিক ইতিহাস জানতে না পারলে জাতি কখনো মাথা উচু করে দাড়াতে পারবেনা। তিনি বর্তমান প্রজন্মের শিক্ষাথীদের দেশের সঠিক ইতিহাস জানার প্রতি গুরুত্ব দিয়ে বলেন, গত ৫৮ দিন ধরে দেশের মানুষ হরতাল অবরোধের মধ্যে অতিকষ্টে জীবন যাপন করছে। স্বাধীনতা বিরোধীরা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে গবীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা দেশের মানুষকে প্রতিনিয়ত ককটেল ও পেট্রোল বোমা মেড়ে মুড়িয়ে মারছে এবং দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। পাকিস্থানের ভাবধারায় যারা রাজনীতি করতে চায় এদেশে তাদের কোন স্থান নেই উলেখ করে তিনি বলেন, আমারা রক্তের মধ্যে দাড়িয়ে মুক্তিযুদ্ধ করেছি আর এবিএম মকসেদ আলীর মত গুনি মানুষরা আমাদের নেতৃত্ব দিয়েছে। আজ মঙ্গলবার বিকালে সেতাবগঞ্জ কলেজে ২০ লক্ষ টাকা ব্যায়ে সেতাবগঞ্জ কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম এবিএম মকসেদ আলীর নামে প্রশাসনিক ভবন উদ্বোধন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খালিদ মাহমুদ চৌধুরী এমপি একথাগুলো বলেন। সেতাবগঞ্জ কলেজের অধ্যক্ষ মোঃ মঞ্জুর আলমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, এবিএম মকসেদ আলীর জোষ্ঠ্য পুত্র প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান দুলাল প্রমুখ। এসময়, সেতাবগঞ্জ পৌর সভার মেয়র মোঃ আব্দুস সবুর, সেতাবগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ সফিউল আলম, মোঃ আমিনুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আফসার আলীসহ এলাকার সুধী জনেরা উপস্থিত ছিলেন। এছাড়াও খালিদ মাহমুদ চৌধুরী এমপি বিকাল সাড়ে ৫ টায় ৮ লক্ষ টাকা ব্যায়ে ভুমিহীন ও অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান নির্মান প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত মুক্তিযোদ্ধা সাইদুর রহমান ও প্রেম গোবিন্দ রায়ের নবনির্মিত বাস ভবন দুইটির উদ্বোধন শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সামনে পথ সভায় বক্তব্য রাখেন।