বুধবার ৬ ডিসেম্বর ২০২৩ ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ইদ্রা মোড় টু জামাই পাড়া মোড় এ কোন ডাস্টবিন নেই ॥ তাই আবর্জনা ফেলার স্থান ড্রেন

বেলাল উদ্দীন ॥ ডাস্টবিনের অভাবে দিনাজপুর শহরের রামনগর মোড় থেকে জামাই পাড়া মোড় পর্যন্ত ড্রেনগুলির বেহাল দশা। এলাকার মানুষ ডাস্ট বিন না থাকায় বাড়ী ঘরের আবর্জনা ড্রেনে ফেলতে বাধ্য হচ্ছে। ড্রেনে দিনের পর দিন আবর্জনার স্তূপ জমা হয়ে বন্ধ হয়ে গেছে ড্রেনের পচা পানির প্রবাহ। ফলে দুর্গন্ধে ভরে গেছে পরিবেশ। অন্যদিকে ড্রেনের পানি প্রবাহ বন্ধ হওয়ায় বদ্ধ পঁচা পানিতে মশা উৎপাদনের কারখানা সৃষ্টি হয়েছে। ইদ্রার মোড় থেকে জামাই পাড়া মোড় পর্যন্ত রাস্তার দু ধারে কোন ডাস্টবিন নেই। এলাকাটি ঘন বসতিপূর্ণ ও আবাসিক। এখানে ডাস্টবিন না থাকাটি বিস্ময়কর ব্যাপার। অবিলম্বে এলাকাটিতে অন্তত ৪-৫টি ডাস্টবিন স্থাপন করে রামনগর বাসীদের দুর্দশা লাঘব করতে দিনাজপুর পৌর কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী।

Spread the love