
গান্ধী পরিবারের কারও নাম জুড়ে থাকলেও ইউপিএ-জমানার কোনো সামাজিক প্রকল্পের নাম বদল করছে না নরেন্দ্র মোদির সরকার। শুধু তা-ই নয়, গান্ধী পরিবারের নামাঙ্কিত বলেই কোনও প্রকল্প তুলে দেওয়ারও রাস্তায় হাঁটতে রাজি নয় সরকার। এবং এই নীতি মেনেই ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত ‘বিশ দফা কর্মসূচি’ প্রকল্পটি বাতিল করা হচ্ছে না। বরং নতুন কলেবরে সেটাই বহালই রাখতে চাইছে কেন্দ্র। এর ফলে ভারতের পশ্চিমবঙ্গ-সহ ৬টি রাজ্য লাভবান হবে। পশ্চিমবঙ্গের যে সংস্থা রাজ্যে বিশ দফা কর্মসূচি রূপায়ণের কাজ করত, সেই সংস্থাকে এমনটাই প্রতিশ্রম্নতি দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ও কৃষিমন্ত্রী রাধামোহন সিংহ। পশ্চিমবঙ্গে বাম জমানায় ধীরে ধীরে এই কর্মসূচির কাজ প্রায় বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল। রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসর পর তৃণমূলের সাংসদরাও এই বিষয়ে সক্রিয় হন। এই প্রকল্প চালু হলে আপত্তি নেই মমতা সরকারেরও। কিন্তু ইন্দিরা জমানার একটি প্রকল্প, যার সঙ্গে সরাসরি ইন্দিরার নাম জড়িত, তাকে পুনরুজ্জীবিত করে মোদি সরকারের রাজনৈতিক লাভ কোথায়? কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী নিতিন গডকড়ি বলেন, ‘‘জাতীয় স্তর থেকে আঞ্চলিক স্তর পর্যন্ত বহু কংগ্রেস নেতার নামেই অনেক প্রকল্প রয়েছে। সরকার বদল হয়েছে বলেই সেগুলোর নাম বদলনো যায় না।’’ তামিলনাড়ুতে কে কামরাজের নামে বিমানবন্দর রয়েছে। কিন্তু প্রয়াত কামরাজ এখন শুধু কংগ্রেসের নেতা নন। তামিলনাড়ুর মানুষ তাকে রাজ্যের নেতা বলেই মনে রেখেছেন। এ কথা মনে করিয়ে দিয়ে গডকড়ি বলেন, ‘‘সরকারে এসে আমরা ওই বিমানবন্দরের নাম বদলে দিতে পারি না। একই ভাবে রাজিব গান্ধীর মৃত্যুর পর দিলির কনট পেসের নাম বদলে রাজিব চক রাখা হয়েছিল। আমরা কি এখন বিজেপির নেতার নামে ওই জায়গাটার নাম রাখব? কংগ্রেস নেতারা যুক্তি দিচ্ছেন, বিজেপি এই সিদ্ধান্ত নিয়ে কোনো উদারতা দেখাচ্ছে না। কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশ বলেন, ‘‘আরএসএসের প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়াড়ের নামে প্রকল্প বা জায়গা রয়েছে। কিন্তু ইউপিএ সরকারের দশ বছরে সে সবের পরিবর্তন করিনি। কাজেই কংগ্রেস ও যে নেতিবাচক রাজনীতি করে, তা নয়। ইন্দিরা গান্ধী ১৯৭৫ সালে বিশ দফা কর্মসূচি চালু করেন গ্রামীণ এলাকায় স্থায়ী পরিকাঠামো তৈরি ও বেকারদের হাতে কাজ পৌঁছে দিতে। ১৯৮২ সালে সেটিকে ঢেলে সাজা হয়। কিছু মাজাঘষা হয় ১৯৮৬-তেও। তবে সময়ের সঙ্গে সঙ্গে নতুন প্রকল্প যোগ হওয়া ও বেশ কিছু প্রকল্পের প্রাসঙ্গিকতা কমে যাওয়ার কারণে ইউপিএ সরকার ক্ষমতায় আসার দু’বছরের মাথায় ২০০৬-এ ফের পরিমার্জন করা হয় বিশ দফা কর্মসূচিকে। ৩৫টি প্রকল্প ও কর্মসূচিকে এর আওতায় রাখা হয়। কিন্তু এই প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধার সম্মুখীন হন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ও কৃষিমন্ত্রী শরদ পাওয়ার। এক দিকে আর্থিক মন্দা, অন্য দিকে গোষ্ঠীদ্বন্দ্ব। এর সঙ্গে ছিল নানা আইনি জটিলতাও। মোদি সরকার সিদ্ধান্ত নিয়েছে, ইন্দিরা গান্ধীর নাম আছে বলে তারা এই প্রকল্পকে কোনো ভাবেই অচ্ছুত করে রাখবে না। সেটিকে পুনরুজ্জীবিত করে তোলা হবে। এই প্রকল্পে কেন্দ্রীয় ও স্থানীয় স্তরে নজরদারির ব্যবস্থা থাকলেও রাজ্যওয়াড়ি একটি সংস্থাকে এর দায়িত্ব দেয়া থাকে। সেই অনুযায়ী পশ্চিমবঙ্গ, ওড়িশা, উত্তরপ্রদেশ, ছত্তীসগঢ়, মহারাষ্ট্র ও পঞ্জাবে এই প্রকল্পের দায়িত্ব দেওয়া হচ্ছে বিভিন্ন সংস্থাকে। পশ্চিমবঙ্গে এই কর্মসূচি রূপায়ণের ভার ছিল রাজ্যের কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের হাতে। তারাই ফের দায়িত্ব পাচ্ছে এ কাজের। সংস্থাটির কর্ণধার তরুণ বন্দ্যোপাধ্যায় সম্প্রতি দিলিতে অর্থমন্ত্রী জেটলি ও কৃষিমন্ত্রী রাধামোহন সিংহের সঙ্গে বৈঠক করেছেন। তরুণ জানান, প্রধানমন্ত্রীর কাছ থেকে তিনি আশ্বাস পেয়েছেন, এই কর্মসূচি শুরু হবে নতুন কলেবরে। আগের মতোই পশ্চিমবঙ্গে দায়িত্ব পাচ্ছে তাদের সংস্থা। দারিদ্রসীমার নীচের মানুষের জন্য যে সব কেন্দ্রীয় সরকারি প্রকল্প রয়েছে, মূলত সেগুলিরই তদারকিতে যুক্ত থাকবেন সংস্থার কর্মীরা। পশ্চিমবঙ্গে এই প্রকল্পটির সঙ্গে জড়িত রয়েছেন প্রায় ৪, ২০০ জন যুবক-যুবতী।ুএবিপি।