শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ইবোলার ভ্যাকসিন আবিষ্কার!

অবশেষে আবিষ্কৃত হল এ মারণ ভাইরাসের প্রতিষেধক।  তবে বেশ কয়েকটি কঠোর পরীক্ষা নিরীক্ষার পরেই এটি বাজারে ছাড়া হবে।

জানা গেছে, দীর্ঘ গবেষণার পরে ইবোলার ভ্যাকসিন (ভিএসভি-ইবিওভি) তৈরি করেছেন কানাডার ন্যাশনাল মাইক্রোবায়োলজি ল্যাবরেটরি’র গবেষকরা। পশু দেহে পরীক্ষা করা হয়েছে, যা চূড়ান্ত সফল। যে কারণে চূড়ান্ত পর্যায়ে পরীক্ষার জন্য ভ্যাকসিনটি সুইৎজারল্যান্ড পাঠাচ্ছে কানাডা সরকার। আগামী মঙ্গলবারের মধ্যে পরীক্ষামূলক এ ভ্যাকসিনের এক হাজারের বেশি ডোজ জেনেভা পৌঁছচ্ছে। জেনেভা ইউনিভার্সিটি হসপিটালে (এইচইউজি) স্টোর করে রাখা হবে।
এইচইউজি সূত্রে খবর, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুসারে এ পর্যায়ে ভিএসভি-ইবিওভি ভ্যাকসিনগুলিকে মানব দেহে পরীক্ষার পালা। চলতি মাসের শেষ নাগাদ অথবা আগামী মাসে প্রথম থেকে শুরু হবে এই প্রক্রিয়া। আর পরীক্ষা সফল হলে তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) হাতে তুলে দেয়া হবে। এ প্রতিশেধক সফল হলে চিকিৎসা বিজ্ঞানের জগতে নতুন দিগন্ত খুলে যাবে বলে বিজ্ঞানীরা মনে করছেন।

Spread the love