
বিশ্বে ইবোলা ভাইরাস ঠেকাতে জাতিসংঘ বৃহস্পতিবার একটি কার্যক্রম শুরু করেছে। এ প্রসঙ্গে সংস্থাটি বলেছে, ইবোলা ভাইরাস প্রতিরোধ বিশ্বের সর্বোচ্চ অগ্রাধিকার। এন্থনি বানবুরির নেতৃত্বে ইউএন মিশন অন ইবোলা এমার্জেন্সি রেসপন্স (ইউএনএমইইআর) লাইবেরিয়ার রাজধানী মনরোভিয়া ট্যুরের মাধ্যমে তাদের কার্যক্রম শুরু করেছে। তীব্রভাবে ইবোলা আক্রান্ত তিনটি দেশই তারা সফর করবেন।
এন্থনি সাংবাদিকদের বলেন, ইবোলা আক্রান্ত সর্বশেষ ব্যক্তিটিকেও সারিয়ে তোলা এবং যে কোনভাবে ভাইরাসটির ছড়িয়ে পড়ার ঝুঁকির অবসান হলেই কেবল ইউএনএমইইআর ঘরে ফিরবে। তিনি বলেন, ইউএনএমইইআর স্বাস্থ্য ও শিক্ষা খাতে কাজ করবে। এছাড়া সংস্থাটি ইবোলা সংক্রান্ত কাজে যানবাহনের ব্যবস্থা সহ প্রতিবেশী দেশগুলোকে ইবোলা মুক্ত রাখার বিষয়ে সহায়তা করবে। তিনি আরো বলেন, যতো দ্রুত সংস্থাটি তার কাজ শেষ করতে পারবে আমাদের জন্যে ততই মঙ্গল। আজ শুক্রবার তিনি সিয়েরালিওন এবং আগামী রবিবার গিনি যাবেন।