দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী বলেছেন বর্তমান সরকার ইমাম ও মেয়াজ্জেম সাহেবদের কল্যাণে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করছে। ইমাম ও মোয়াজ্জেম সাহেবরা হলেন সমাজে ধর্মীয় নেতা। তাদের দ্বারাই অবক্ষয়মুক্ত সমাজ গড়া সম্ভব। তাদের উন্নয়ন হলে সমাজের উন্নয়ন হবে।
গতকাল বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয় আয়োজিত ২০১৩-২০১৪ অর্থ বছরের ইমাম ও মোয়াজ্জেম কল্যাণ ট্রাষ্টের তহবিল হতে ৩৯ জনকে এককালীন সাহায্য ও ২৬ জনকে সুদ মুক্ত ঋণ বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয়ের উপ পরিচাল সৈয়দ আবু তাহের এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু রায়হান মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ তৌফিক ইমাম।
উল্লেখ্য ইমাম ও মোয়াজ্জেম কল্যাণ ট্রাস্টের মাধ্যমে ৩৯জনকে (প্রতিজনকে ৩ হাজার) এককালীন সাহায্য এবং ২৬ জনকে সুদ মু্ক্ত ঋণ (প্রতি জনকে ১২ হাজার) টাকা প্রদান করা হয়। এককালীন সাহায্য মোট ১ লাখ ১৭ হাজার টাকা এবং সুদমুক্ত ঋণ ৩ লাখ ১২ হাজার টাকা। সর্বমোট ৪ লাখ ২৯ হাজার টাকা বিতরণ করা হয়। অর্থ বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও জেলা ইমাম ও মোয়াজ্জেম কল্যাণ ট্রাষ্টের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।