
ইরাক সংকট নিয়ে ভিয়েনায় সংক্ষিপ্ত আলোচনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান। ইরানের পরমাণু সংকট নিয়ে গুরুত্বপূর্ণ পঞ্চম দফা বৈঠকের ফাঁকে দুদেশের এ আলোচনা অনুষ্ঠিত হয়। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডেপুটি মুখপাত্র মেরি হার্ফ সিএনএন টেলিভিশনের কাছে আলোচনার বিষয়টি নিশ্চিত করেন। গত ৩০ বছর ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৈরিতাপূর্ণ পরিস্থিতি সত্ত্বেও ইরাকের সাম্প্রতিক সহিংসতা নিয়ে দেশ দুটি আলোচনায় বসে। গত সপ্তাহে ইরাকে সুন্নী জঙ্গিদের ব্যাপক সহিংস তৎপরতায় উভয় দেশ গভীর উদ্বেগ প্রকাশ করে। মুখপাত্র বলেন, ইরাক নিয়ে দুদেশের আলোচনা অব্যাহত থাকবে কিনা তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।
তবে উভয় দেশ ইরাকে জঙ্গি তৎপরতা আর বাড়তে না দেয়ার বিষয়টি নিশ্চিতের ব্যাপারে একমত রয়েছে। পক্ষান্তরে ভিয়েনায় ইরানের পরমাণু বিষয়ে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টা অব্যাহত রাখার ওপরই জোর দেয়া হচ্ছে। আগামী ২০ জুলাই ঘোষিত সময়সীমার মধ্যে ইরান বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করতে চাচ্ছে নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫ সদস্য রাষ্ট্রসহ জার্মানী। তাদের সংক্ষেপে পি৫+১ ডাকা হচ্ছে। নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫ সদস্য আমেরিকা, ব্রিটেন, চীন, রাশিয়া ও ফ্রান্স। তারা চাচ্ছে ইরান তার পরমাণু কর্মসূচি থেকে সরে আসুক। আর ইরান চাচ্ছে তার ওপর আরোপিত জাতিসংঘ ও পশ্চিমা অবরোধ তুলে নিয়ে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে দিক।