
এশিয়ান গেমসের মহিলাদের কাবাডিতে ইরানের বিপক্ষে দাঁড়াতেই পারলো না বাংলাদেশ। অবশ্য আগেই ব্রোঞ্জ নিশ্চিত করেছিল মহিলা কাবাডি দল। তবে সেমিফাইনালে ইরানের বিপক্ষে নিজেদের পারফরমেন্সের উন্নতি করাই ছিল মূল লক্ষ্য। শক্তিমত্তার দিক থেকে ইরানের সাথে বাংলাদেশের কোন তুলনাই হয়না। সেটা আরেকবার প্রমানিত হলো ইনচনে। সেমিফাইনালের লড়াইয়ে বিধ্বস্ত হয়েছেন শাহনাজ পারভীন মালেকারা। বৃহস্পতিবার সংদো গ্লোবাল বিশ্ববিদ্যালয় জিমন্যাশিয়ামে ইরানের কাছে ৪০-১৫ পয়েন্টে হারে বাংলাদেশ।
খেলার শুরু থেকেই বাংলাদেশের সীমানায় একের পর এক হানা দিতে থাকে ইরান। যার ফলে কোন কিছু বুঝে ওঠার আগেই প্রথমার্ধে ২৫-২ পয়েন্টে এগিয়ে যায় ইরানী মেয়েরা। ২টি লোনাসহ তারা ২টি বোনাস পয়েন্টও সংগ্রহ করে। প্রতিপক্ষের রেইডারকে ধরতে গিয়ে আহত হন বাংলাদেশের জুনি চাকমা। মাথায় আঘাত পেয়ে ম্যাট ছাড়েন তিনি। দ্বিতীয়ার্ধে অবশ্য বাংলাদেশ কিছুটা প্রতিরোধ গড়েছিল।
বাংলাদেশ ৪টি বোনাস পয়েন্টসহ ১৩ পয়েন্ট পায়। কিন্তু ইরান ১টি লোনা ও ১টি বোনাসসহ ১৫ পয়েন্ট সংগ্রহ করলে শেষ পর্যন্ত ৪০-১৫ পয়েন্টের পরাজয় নিয়েই মাঠ ছাড়ে শাহনাজ পারভীন মালেকার দল। ম্যাচ শেষে অবশ্য মালেকা নতুন করে কিছু বলেননি। আগের ম্যাচগুলোর পরে নিজের প্রতিক্রিয়ার যা বলেছিলেন আজও তার ব্যতিক্রম ছিল না।
বরাবরের মতই তিনি বেশী করে আন্তর্জাতিক ম্যাচ খেলার উপর গুরুত্ব দিয়েছেন। একইসাথে অনুশীলনেও সুযোগ সুবিধা আরো বাড়ানোর আহবান জানান। তবে ব্রোঞ্জ পদক ধরে রাখতে পেরে দলের সবাই দারুণ খুশী বলে তিনি জানিয়েছেন। ইনচনে এসে তাদের লক্ষ্য পূরণ হয়েছে।