
ইসরাইল কর্তৃক ফিলিস্তিনির গাজায় নির্বিচারে শিশু ও নারী হত্যার প্রতিবাদে আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে মানবাধিকার কমিশন ও বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সংগঠনের যৌথ উদ্যোগে বোদা বাসষ্ট্যান্ডে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মানবাধিকার কমিশনের উপজেলা সভাপতি উপাধ্যক্ষ মোঃ আমিনুর ইসলাম, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম কাজল, বোদা পাইলট গালর্স স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল ইসলাম সাবুল, বোদা মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ জামিউল হক, পল্লী সাহিত্য সংস্থার নির্বাহী পরিচালক মোঃ হারুন-অর-রশিদ, অনুভব সংস্থার নির্বাহী পরিচালক আমির হোসেন বাবু, এসভিডি সংস্থার নির্বাহী পরিচালক মোঃ মিজানুর রহমান, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ লিহাজ উদ্দীন মানিক, বিশিষ্ট সমাজ সেবক সফিউল আলম টুটুল, সবুজ পাতার মাজেদুল ইসলাম আকাশ প্রমুখ।