শুক্রবার ১ ডিসেম্বর ২০২৩ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ইসহাক তালুকদার ছিলেন মাটির মানুষ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ সদস্য মরহুম ইসহাক হোসেন তালুকদারের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, তিনি ছিলেন একজন মাটির মানুষ, নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ। তার মতো একজন নিবেদিত প্রাণ, নির্লোভ রাজনীতিবিদকে হারিয়ে আওয়ামী লীগের যেমন ক্ষতি হয়েছে তেমনি দেশেরও ক্ষতি হয়েছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ইসহাক হোসেন তালুকদারের মৃত্যুতে আনীত শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। ইসহাক হোসেন তালুকদার গত ৬ অক্টোবর ইন্তেকাল করেন।
শেখ হাসিনা বলেন, মরহুম ইসহাক তালুকদার এতো অল্প বয়সে তিনি চলে যাবেন তা কল্পনাও করতে পারিনি। এ রকম একজন নির্লোভ নিবেদিতপ্রাণ নেতাকে হারালাম, যিনি আওয়ামী লীগকে শক্তিশালী করেছিলেন। তিনি ছিলেন বঙ্গবন্ধুর সত্যিকার একজন আদর্শের সৈনিক। যে সত্যিকার দেশপ্রেমে উদ্বুদ্ধ এবং তার এলাকার কৃষক-শ্রমিক মেহনতি মানুষের নেতা। তাদের জন্য তিনি কাজ করেছেন, সব সময় তাদের পাশে থেকেছেন।

Spread the love