বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ইয়ং টাইগার্স অনুর্ধ-৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পুলিশ সুপার মোঃ রুহুল আমিন বলেছেন ইয়ং টাইগার্স অনুর্ধ-৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ সুপার খেলা ধুলায় পারে মাদকমুক্ত দেশ ও সমাজ গড়তে। দিনাজপুর এখন ক্রীড়া চারণ ক্ষেত্র হয়ে উঠছে। সারাদিন শুধু খেলা আর খেলা চলছে। আগামীতে খেলার পরিবেশ সৃষ্টি করলে আরও নতুন নতুন খেলোয়াড় তৈরী হবে। বাংলাদেশকে পরিচিত করতে ক্রিকেটের বড় ভূমিকা রয়েছে। পড়াশুনার পাশাপাশি খেলাধূলা চরিত্র গঠনের একমাত্র উপায়।

সোমবার জেলা ক্রীড়া সংস্থা দিনাজপুরের আযোজনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর ব্যবস্থাপনায় ইয়ং টাইগার্স অনুর্দ্ধ – ১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০১৪-১৫ উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু রায়হান মিয়া। এ সময় ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসলাম হোসেন, সদস্য আনিস হোসেন দুলাল, মনোয়ারা সানু, মোস্তাক আহাম্মেদ, মোঃ আনিসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সৈয়দ আজাদুর রহমান বিপু। উলল্লেখ্য ইয়ং টাইগার্স অনুর্ধ-৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় রংপুর বিভাগের রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী জেলা ক্রীকেট খেলোয়াড়রা অংশগ্রহণ করছে।

Spread the love