
ইয়েমেনের রাজধানী সানায় দুটি আলাদা বোমা হামলায় অন্তত ৬৭ জন নিহত হয়েছে। এর মধ্যে একটি ভয়াবহ গাড়ি বোমা হামলায় অন্তত ৫৬ জন নিহত হয়। আজ বৃহস্পতিবার তাহরির স্কয়ারে সরকারবিরোধী বিক্ষোভকারীদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, বিস্ফোরণের পর রাস্তায় ২০টি ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দখা গেছে। শিশুসহ আরও অনেককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। খবরে বলা হয়, আত্মঘাতী বোমা হামলাকারীরা বিস্ফোরকভর্তি একটি বেল্টের বিস্ফোরণ ঘটিয়েছে। হাউথি এবং প্রেসিডেন্ট আবদ-রাব্বু মনসুরের কাছে প্রধানমন্ত্রী আহমেদ আওয়াদ বিন মুবারকের পদত্যাগের পরপরই এ হামলা হল।
সানার কেন্দ্রস্থলে তাহরির স্কয়ারের কাছে স্থানীয় একটি ব্যাংক পাহারায় থাকা এক পুলিশ জানায়, আত্মঘাতী বোমার বেল্ট পরা একজন হাউথি তল্লাশিকেন্দ্রের দিকে এগিয়ে গিয়ে বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থলে মানুষজনের ছিন্নবিচ্ছিন্ন দেহ পড়ে থাকতে দেখা গেছে।
ওই এলাকাটিতে শক্তিশালী শিয়া মুসলিম হাউথি মুভমেন্ট সমাবেশ করার পরিকল্পনা করছিল বলে জানিয়েছেন চিকিৎসক এবং প্রত্যক্ষদর্শীরা। রাজধানী সানায় হাউথিদের একটি তল্লাশিকেন্দ্রে হামলায় ৪ শিশুসহ অন্তত ৪৭ জন নিহত হয়। বৃহস্পতিবার পৃথক আরেকটি ঘটনায় দেশের পূর্বাঞ্চলে গাড়িবোমা হামলা এবং বন্দুকযুদ্ধে নিহত হয়েছে অন্তত ২০ সেনা।