শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ইয়েমেনে বিমান হামলায় ১৩ জন নিহত

ইয়েমেনের রাজধানীতে বুধবার দিবাগত রাতে শিয়া হুতি বিদ্রোহীদের ওপর সৌদি আরবের বিমান হামলা চলাকালে কমপক্ষে ১৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে গণমাধ্যমে জানা গেছে। দেশটির এক বেসামরিক প্রতিরক্ষা সূত্র জানায়, রাতে সৌদি বিমান হামলায় নারী ও শিশুসহ ১৩ বেসামরিক নাগরিক নিহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিমান হামলায় ৭টির মত বাড়িঘর বিধ্বস্ত হয়। স্থানীয় বাসিন্দারা ধ্বংসস্তুপের ভিতর আরো লাশ আছে কিনা তা খতিয়ে দেখতে বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তাদের সহায়তা করছে।