
নীলফামারীর (সৈয়দপুরে) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ইয়োথ ইকুয়াল অক্সিজেন (ইয়ো) ফাউন্ডেশন। মঙ্গলবার (৫ জুলাই) বিকেল ৫ ঘটিকায় সৈয়দপুরের কামারপুকুরে প্রায় দেড় শতাধিক দরিদ্র মানুষের মাঝে সেমাই-চিনি-লাচ্ছা বিতরণ করা হয়।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারপুকুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান রেজাউল করিম লোকমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সচিব মোঃ আহসান, কামারপুকুর কলেজের প্রভাষক আমির হোসেন মৃধা, কামারপুকুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আমিনুর রহমান পিটি, উপ-সহকারী কুষি কর্মকর্তা শ্রী বাসুদেব দাসসহ অনেকে।
প্রসঙ্গত, ২০১৪ সালে গঠিত স্থানীয় ইন্টারনেট ব্যবহারকারী যুবকদের সমন্বয়ে সময়ের কণ্ঠস্বর পাঠক ফোরাম ফেসবুকের মাধ্যমে সৈয়দপুরে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি সমসাময়িক বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে আসছে। ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সহযোগী সংগঠন হিসেবে কাজ করে সময়ের কণ্ঠস্বর পাঠক ফোরাম।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক খলিলুর রহমান। সভাপতিত্ব করেন ইয়ো ফাউন্ডেশনের সভাপতি ও সময়ের কণ্ঠস্বরের স্টাফ করেসপন্ডেন্ট মোঃ মহিবুল্লাহ আকাশ।