রবিবার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ঈদকে ঘিরে হিলিতে ব্যস্ততা বেড়েছে কামার শিল্পীদের

Hili Kamarনজরুল ইসলাম খোকন, ষ্টাফ রিপোর্টার, হিলি দিনাজপুরঃ

মুসলমানদের ধর্মীয় উৎসব আসন্ন পবিত্র ঈদুল আযাহাকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে হিলির কামার শিল্পীদের। প্রতিদিন নিরলসভাবে কামারিরা ছুরি, চাপাতি, দা, বটি তৈরী এবং মেরামতের কাজ করে যাচ্ছেন।

 

হাতে অতিরিক্ত কাজ জমে থাকার কারণে এখন অনেকেই নতুন কাজ নেয়া বন্ধ করে দিয়েছেন। আর মাত্র কয়েকদিন পরেই আসছে কুরবানি ঈদ। বছরের অন্য যে কোন সময়ের চেয়ে ঈদের আগে এই সময়টাতে লৌহ শিল্পীরা সবচেয়ে বেশী ব্যস্ত থাকেন। কুরবানির পশু জবাই ও কাটার জন্য প্রয়োজন হয় ধারালো ছুরি, চাকু, চাপাতি, দা, বটি, সহ নানা লৌহজাত ধারালো অস্ত্রের। হিলির কামারিরা তাই মহাব্যস্ত সময় পার করছেন এসব প্রয়োজনীয় ধারালো অস্ত্র তৈরী ও সান দেয়ার কাজে। দিনরাত হাতুড়ি ও লোহার টুংটাং শব্দ জানান দিচ্ছে যে ঈদ ঘনিয়ে আসছে। হিলি বাজারে সপ্তাহে দুইদিন রবি ও বৃহস্পতিবার অস্থায়ী দোকানে লৌহদ্রব্যের পসরা সাজিয়ে বসেন কামাররা।

 

হিলি বাজারের খুচরা বিক্রেতা কামার সুশান্ত কর্মকার বলেন, সারাবছর আমাদের তৈরী জিনিসের চাহিদা থাকে। কিন্তু এই ঈদে অনেকেই পশু কোরবানির জন্য নতুন ছুরি, চাকু, চাপাতি, ব্লেড চাকু কিনতে আসেন। আমরা ক্রেতাদের লোহার এসব জিনিসের চাহিদা কথা মাথায় বিবেচনায় রেখে আগে থেকেই বেশ কিছু জিনিস বানিয়ে রাখি। অনেকে আবার কুরবানীর জন্য প্রয়োজনীয় এসব ধারালো লৌহজাত অস্ত্রের পাশাপাশি বাড়ি ও কৃষিকাজে প্রয়োজনীয় কুড়াল, কাস্তে, কাঁচি, সাবল, টেঙ্গি কিনে নিয়ে যায়।

 

হিলি বাজার ঘুরে দেখা গেছে বর্তমানে চাকু বিক্রি হচ্ছে ১৫০ থেকে ৩৫০ টাকা কেজি দরে। দা ও হাসুয়া ৩০০ টাকা, চাপাতি ৩৫০ টাকা, রুটি ভাজা তাওয়া ৮০ থেকে ১৬০ টাকা ও কুড়াল ১৬০ কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া সত্তা প্রতি পিচ ৮০ টাকা, পিড়া ও বেলুন ১০০ টাকা, ছোট চাকু ২৫-৩০ টাকা, ব্লেট চাকু ৫০ টাকায়।

 

হিলি বাজারে খুচরা দোকানী সবুজ মহন্ত বলেন, ঈদে কুরবানি করতে প্রয়োজনীয় সকল ধারালো জিনিসের চাহিদা ও বিক্রি ইতিমধ্যেই বেড়ে গেছে।

 

বাজারে কামারির নিকট ধার দিতে আসা রুবেল হোসেন জানান, আসন্ন কুরবানির ঈদে পশু কুরবানির কাজে দা, বটি, ছুরি কাজে লাগে তাই একটু আগে থেকেই এসব জিনিস ধার দিয়ে নিতে এসেছি। পরে কামারদের ব্যস্ততা বেড়ে যাবে তখন আর এসব ধার দেওয়া যাবেনা। প্রয়োজনে নতুন কিনতে হবে।

 

হিলি বাজারের কামারি রহিত কর্মকার বলেন, আগে অন্য হাটবারে প্রতিদিন বিভিন্ন লৌহজাত জিনিস বানিয়ে গড়ে ৫০০-৭০০ টাকা রোজগার হতো। ঈদের আগে লোহার জিনিসের চাহিদা বেড়ে যাওয়ায় এখন প্রতিদিন ১৫০০ টাকা আয় হয়। হাতে অতিরিক্ত কাজ থাকার কারণে নতুন কাজ নেয়া বন্ধ করে দিয়েছি। তিনি আরো বলেন, কামারিদের এই ব্যসত্মতা চলবে চলবে ঈদের আগেরদিন পর্যন্ত।

 

 

বার্তা প্রেরক-নজরুল ইসলাম খোকন।মোবা:০১১৯১৭৭২২৭৭

 

 

Spread the love