
মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি ॥ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মানান সরকারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে সেমাই-চিনি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ জুলাই) বাদ মাগরিব শহরের রাজবাড়ী গেট এলাকায় সেমাই চিনি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মানান সরকার, বিএনপি নেতা মো. জালাল উদ্দিন, মো. আলম, মো. আনোয়ার হোসেন রতন, মো. তসলিম উদ্দিনসহ অন্যান্য নেতাকর্মী। উল্লেখ্য, রাজবাড়ী এলাকার দেড় শতাধিক পরিবারের সদস্যদের মাঝে সেমাই চিনি বিতরণ করা হয়।