বৃহস্পতিবার ১ জুন ২০২৩ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ঈদের দিন বৃষ্টি হতে পারে

Abhawoআকাশ মেঘমুক্ত থাকলেই দেখা যেতে পারে সাওয়ালের চাঁদ। তাহলেই মঙ্গলবার উদযাপিত হবে ঈদুল ফিতর। কিন্তু শ্রাবণ মাস কি বুঝে ঈদ! সোমবার সকালেই এক পরষা বৃষ্টি ভিজিয়ে দিয়েছে শহর। দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।  তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরবর্তিত থাকবে।

আবহাওয়াবিদ রাশেদুজ্জামান বাংলামেইলকে বলেন, ‘বর্ষাকালে স্বাভাবিকভাবেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকেও সকালে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়েছে। আগামীকালও (মঙ্গলবার) বৃষ্টি হতে পারে। তবে ঝড় কিংবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তাপমাত্রা স্বাভাবিক থাকবে।’

এদিকে সোমবার রাজধানী ঢাকার সকালটা বৃষ্টিভেজা হলেও দুপুরে দেখা মিলেছে ঝলমলে রোদ। তাপমাত্রাও খুব বেশি বাড়ার সম্ভাবনা নেই।

তাই ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে জায়নামাজের পাশাপাশি অবশ্যই মনে করে ছাতাটা সঙ্গে নিয়ে নিন।